শিরোনাম
রাঙ্গামাটির চম্পকনগরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতিদের পাশে জীবন ইয়ুথ ফাউন্ডেশন সীমানা জটিলতা ৬২ আসনে,এসব আসনের পরিবর্তন এসেছিল ২০০৮ সালে, নির্বাচনের আগেই সমাধান চেয়ে অর্ধশত আবেদন পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত রাঙ্গামাটির সাজেকে পর্যটকদের ঢল, খালি নেই কোনও রিসোর্ট খাগড়াছড়িতে জিপ উল্টে নিহত ১ সাড়ে ১২ বছরের কম বয়সী মুক্তিযোদ্ধা ২১১১, বাদ যাচ্ছে নাম হদিস নেই ১৬৩টি অস্ত্র ও ১৮ হাজারের বেশি গুলির,লুণ্ঠিত অস্ত্রের বেশীর ভাগ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের হাতে জেলা পর্যায়ে বিজয় মেলা ছয় দিন ও উপজেলা পর্যায়ে এক দিন : ডিসি র‌্যাব বিলুপ্তিসহ পুলিশ সংস্কারে বিএনপির ৫ সুপারিশ মেডিক্যালে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, আবেদন শুরু মঙ্গলবার

ব্রাজিলের কোচ হলেন দরিভাল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবশেষে নতুন প্রধান কোচ পেল ব্রাজিল জাতীয় ফুটবল দল। প্রায় ১৩ মাস অর্ন্তবর্তীকালীন কোচ দিয়ে চলার পর সাও পাওলোর দরিভাল জুনিয়রকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছেন ৬১ বছর বয়সী ব্রাজিলিয়ান। এমনটায় নিশ্চিত করেন ফুটবল দলবদলের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমারো।

রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দরিভাল ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক রোমানো। এ ছাড়া দেশটির শীর্ষ গণমাধ্যম ও’গ্লোবো জানিয়েছিল দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিবে সিবিএফ।

গত শুক্রবার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান ব্রাজিল ফুটবল প্রধান এডনালদো রদ্রিগেজ। পরের দিন অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে ছাঁটাই করেন তিনি। সেদিনই বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছিল, সেলেসাওদের স্থায়ী কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাও পাওলোর ম্যানেজার দরিভাল জুনিয়র।

আজ দেশটির শীর্ষ গণমাধ্যম ‘ও গ্লোবো’ও জানায় দরিভাল জুনিয়রই ব্রাজিলের দায়িত্ব পাচ্ছেন। সিবিএফ সভাপতি নিজেই সাও পাওলো কোচের সঙ্গে আলোচনা করেন। এমনকি আগামী বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণায় দরিভালের নিয়োগের কথা জানাবে সিবিএফ।
ব্রাজিলের কোচ হলেন দরিভাল

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তিবদ্ধ আছেন দরিভাল। তবে সিবিএফের দায়িত্ব পেলে তা গ্রহণ করবেন ৬১ বছর বয়সী কোচ। কোচিং পেশাতেও দারুণ সফল তিনি। ২২ বছরের ক্যারিয়ারে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসের দায়িত্ব পালন করেন দরিভাল। এবার দুঃসময়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হাল ধরলেন এই ব্রাজিলিয়ান কোচ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions