শিরোনাম
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার বাংলাদেশ নিয়ে আমার মন্তব্য বিজেপি বিকৃত করেছে-মমতা ব্যানার্জি আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে,পাল্টাপাল্টি দোষারোপ বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ কোটা সংস্কার আন্দোলন চিকিৎসাধীন তিনজনের মৃত্যু, নিহত বেড়ে ২০৬,ছুটির দিনেও রাজধানী ফাঁকা এএসআই মোক্তাদিরের ওপর নৃশংসতায় স্তব্ধ পরিবার সারা দেশে অভিযান,এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ ‘গুলি আর কারা করবে, আমরা নিরস্ত্র ছিলাম’-মিফতাহ সিদ্দিকী ‘এত মৃত্যু দেখে কেউ চুপ থাকতে পারে না’ কোটা বিক্ষোভ দমনের পর প্রান্তসীমায় বাংলাদেশ,ক্রাইসিস গ্রুপের রিপোর্ট

রাঙ্গামাটির দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে হেলিকপ্টারে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দুর্গম ‘হেলিসর্টি’ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে হেলিকপ্টারে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটির ১৮টি দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার ১৪টি কেন্দ্রে বিমানবাহিনীর হেলিকাপ্টারে করে নির্বাচনি মালামালসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পৌঁছে দেয়া হচ্ছে।

আগামীকাল আরও ৪টি ভোটকেন্দ্রে হেলিকাপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হবে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, রাঙ্গামাটির দশ উপজেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রকে ‘গুরত্বপূর্ণ’ ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এরমধ্যে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রও রয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন শেষে ১৮টি ভোটকেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা ও ভোটগ্রহণকর্মীরা ৮ জানুয়ারি নির্বাচনি সরঞ্জাম নিয়ে হেলিকপ্টার যোগেই ফিরবেন।

রাঙ্গামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি কেন্দ্র ‘হেলিসর্টি’ অর্থাৎ এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হয় হেলিকপ্টারের মাধ্যমে।

১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে ছয়টি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় সাতটি ও বিলাইছড়ি উপজেলায় তিনটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলায় ২০৩টি ভোটকেন্দ্র থাকলেও দ্বাদশে ১০টি ভোটকেন্দ্র বেড়েছে। ২১৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে এক হাজার ১২১টি।

রাঙ্গামাটি জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, ‘হেলিসর্টি ১৮টি ভোটকেন্দ্রে নিবাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো কাজ শুরু হয়েছে। আজ ১৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রে নিবাচনী সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বাঘাইছড়ির দুইটি এবং বিলাইছড়ির দুইটি হেলিসর্টি ভোটকেন্দ্রে আগামীকাল (শুক্রবার) নিবাচনী সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো হবে।’

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions