শিরোনাম
শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব বৈঠক ডিসেম্বরে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে কি এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’ বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু রাঙ্গামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে উষ্ণ সংবর্ধনা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

কক্সবাজারে ইয়াবা মামলায় চার আসামির ১০ বছর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩২৮ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারে ৩ লাখ ইয়াবার মামলায় ৪ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সোমবার (১৩ মার্চ) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়ার মীর আহমদ, একই উপজেলার শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার হাবিব উল্লাহ, শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার শরীফ হোসেন এবং ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের মো. রফিক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি টেকনাফের দমদমিয়ায় নাফ নদের মোহনা থেকে ৪ জনকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছে ৩ লাখ ইয়াবা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ২০১৭ সালের ২৩ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালীন উচ্চ আদালত থেকে দুই আসামি জামিন নেন।
তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় মীর আহমদ ও শরীফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। জামিন নেওয়ার পর থেকে হাবিব উল্লাহ ও মো. রফিক পলাতক রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions