রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩৭৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকায় কাপ্তাই হ্রদ হতে শনিবার (১১ মার্চ) সাড়ে ৩ টায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৬০)। তিনি একই ইউনিয়ন এর বাঁশকেন্দ্র এলাকার মৃত আনোয়ার হোসেন এর পুত্র বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান।

ইউপি চেয়ারম্যান আরোও জানান, গত শুক্রবার রাতে যেকোন একসময় বাঁশকেন্দ্র এলাকায় ঐ ব্যক্তি কাপ্তাই লেকে পড়ে যায়। আজ ( শনিবার) ফায়ার সার্ভিস ও পুলিশ এর সহায়তায় তিনি সহ স্থানীয়রা ও ইউপি সদস্যরা বেলা সাড়ে ৩ টায় জাল দিয়ে বাঁশকেন্দ্র এলাকার কাপ্তাই লেকের পানিতে তল্লাশি করে ঐ বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions