ডেস্করিপোট:-ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে শিল্পী প্রিয়াঙ্কা দাশের কণ্ঠে শাহীন মাহমুদের লেখা মিষ্টি প্রেমের গানের মিউজিক ভিডিও ‘একটা কাগজের নৌকা বানাও’।
গানটি সুর করছেন সুরকার তুলিপ সেন গুপ্ত। আর কম্পোজিশন করেছেন সব্যসাচী রণি।
আউটডোর লোকেশনে ভিডিওগ্রাফি করেছেন নাহিন এহসান। এ গানটি সম্পর্কে মিউজিক কম্পোজার সব্যসাচী রণি জানান, এ গানটি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত। কবি শাহীন মাহমুদের লেখা তুলিপ সেনগুপ্তের সুর, শিল্পী প্রিয়াঙ্কা দাশের কন্ঠ আর আমার শ্রম দেয়া কম্পোজিশন এ গানটিকে শ্রোতাদেরকে মুগ্ধ করবে।