রাষ্ট্র আদালতের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৫ দেখা হয়েছে

চট্টগ্রাম:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আইনজীবীদের জেগে উঠতে হবে। দেশের আজকের যত অপশাসন, যত দুঃশাসন ও যত কুশাসন, সেটার শেষ জায়গা হচ্ছে আদালত। রাষ্ট্র আদালতের মাধ্যমে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে।’

তিনি বলেন, ‘যে আদালত দেশের সংবিধান রক্ষা করার দায়িত্ব দিয়েছে, আজকে সেই আদালতকে ব্যবহার করা হচ্ছে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য। একজন চিফ জাস্টিসকে পিস্তল ধরে দেশত্যাগ করতে বাধ্য করেছে। তারেক রহমানের পক্ষে রায় দেওয়ায় আরেকজন বিচারককে দেশত্যাগ করতে বাধ্য করছে।’

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘জনমত গঠন করার জন্য পেশাজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই জন্য ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ সব পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। সব পেশাজীবী যদি এগিয়ে না আসেন, তাহলে শুধু আলোচনা করে এই আন্দোলন বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। তারেক রহমান সাহেবের মেসেজ যদি পৌঁছাতে না পারি, তাহলে আন্দোলন সার্থক হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতার মতো আমরা বলতে পারি না, তোরা সব বাঙালি হয়ে যা। যার যার সংস্কৃতি ঠিক রেখে সম্মিলিত জাতি গঠনই হলো তারেক রহমানের লক্ষ্য। তবে আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত। বিদেশিদের কাছ থেকে এই কনসেপ্ট বিষয়ে ব্যাপক সাড়া পেয়েছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions