কাপ্তাই (রাঙ্গামাটি):- রাঙ্গামাটির কাপ্তাইয়ে নবম ধাপে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে খাদ্যগুদাম ও ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় এ পণ্য বিক্রি করা হয়। এ সময় এলাকার মানুষকে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, আজ রাইখালী ইউনিয়নে ১ হাজার ৩০০ জন ও চন্দ্রঘোনা ইউনিয়নে ৮২২ জন নির্ধারিত কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এ সময় প্রতিজন কার্ডধারী ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল মোট ৪২০ টাকা দিয়ে ক্রয় করেন।
এদিকে, বেলা ১১টার দিকে রাইখালী ইউনিয়নের খাদ্যগুদাম এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন। এ সময় টিসিবির ডিলার বির্দশন বড়ুয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম উপস্থিত ছিলেন।