ডেস্ক রির্পোট:- জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের আয়োজনে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াজাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের আয়োজনে বক্তব্য রাখেন দলটির সাধারণ
মাদক, ঘুষ, দুর্নীতির বিস্তার সারা দেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের উদ্যোগে ‘’৬৯-এর গণ-আন্দোলনে শহীদ কমরেড আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের ৫৪তম স্মরণসভা’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারি দলের লোকজনও এর সঙ্গে জড়িত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভয়ানক ও করুণ পরিস্থিতি অপেক্ষা করছে।’
তিনি বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতায় একশ্রেণির দুর্বৃত্ত লাখ লাখ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না। তারা বিদেশে টাকা পাচার করছে, কানাডায় বেগমপাড়া বানাচ্ছে। এসব বন্ধ করতে হবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপির মাধ্যমে দেশের কোনো কল্যাণ হবে না। শেখ হাসিনার মতো তারা জনগণের জন্য কাজ করতে পারবে না। বিএনপির কিছু নেতার নতুন শাসনতন্ত্রের কথা বলছেন। কিন্তু তারা ক্ষমতায় গেলে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শাসনতন্ত্র হবে। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখে না। বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি স্বার্থ রক্ষা হবে জামায়াত ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর। সামনে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারলে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আগামী নির্বাচনকে কায়েমি স্বার্থে ব্যবহার করবে। এ জন্য এখনই শেখ হাসিনার সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
শহীদ আসাদ সম্পর্কে তিনি বলেন, ‘আসাদের সম্পর্কে তরুণ প্রজন্ম জানে না। আসাদের শহীদ হওয়ার পর গণ-আন্দোলনের মধ্য দিয়ে সেই সময়ের আয়ুব খানের পতন হয়েছিল। পরে মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও জনগণের দুঃখ-কষ্ট দূর হয়নি।’
সভায় আরও বক্তব্য রাখেন দলের পলিটব্যুরোর সদস্য সাইফুল ইসলামসহ অন্যরা।