শিরোনাম
রাঙ্গামাটিতে সোহাগ হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে দেশজুড়ে নৈরাজ্য : দীপেন দেওয়ান কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট সচল,উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট পাহাড়ি গিরিপথে কেন ঝরছে প্রাণ,ঝুঁকিপূর্ণ ঝর্ণায় প্রবেশে বিধিনিষেধ বাস্তবায়ন প্রয়োজন খাগড়াছড়িতে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে নিখোঁজ শিশু পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান উপদেষ্টা নিয়োগে দুই প্রস্তাব শেখ হাসিনার যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকারময় অধ্যায়-স্টেটসম্যানের সম্পাদকীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিটফোর্ডের হত্যার বিচার হবে: আসিফ নজরুল লটারির মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পাবেন ডিসি-এসপিরা

পার্বত্য চট্টগ্রামে অপহরণ যেন থামছেই না

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পাহাড়ে একের পর এক অপহরণ চলছেই। ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসীদের এহেনও কার্যক্রম দেখে সবাই এখন উদ্বিগ্ন। তাদের কার্যক্রম দিন-দিন এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যেন তারা এখন প্রশাসনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

এদিকে অপহরণের চার দিন পার হয়ে গেলেও খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁদের পরিবার ও জেএসএস –সন্তু লারমা– সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা।

ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক টমটম গাড়ির চালকসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল নামক স্থান হতে অপহরণ করা হয়। পরবর্তী সময়ে চালককে ছেড়ে দিলেও পাঁচ শিক্ষার্থীর খোঁজ এখনো পাওয়া যায়নি। অপহৃত রিশন চাকমা জেএসএস (মুলদল) সমর্থিত পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।

অন্য চার শিক্ষার্থী হলেন, চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তাঁরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তথ্যানুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পিসিপির মধ্যে প্রকাশ্য এবং মনস্তাত্বিক দ্ব›দ্ব রয়েছে।

সেই ক্ষোভে খাগড়াছড়িতে জেএসএস সন্তু সমর্থিত পিসিপির ছেলেমেয়েরা বিজু উপলক্ষে বেড়াতে আসলে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদেরকে অপহরণ করে বলে জানা যায়। এছাড়াও জানা যায় সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দলের পিসিপি কর্তৃক পোস্টার লাগানোকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে বাকবিতন্ডা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেও অপহরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, গতকাল শনিবার বিকেলে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল থেকে ২জন টেকনিশিয়ানকে অপহরণ করা হয়। ঘটনার শুরু ২২ জানুয়ারি রাতে। ঐ রাতে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাংগা ও মানিকছড়ি উপজেলার ৮টি মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ ভাংচুর ও মালামাল তছনছের ঘটনায় জড়িত কেউ আজও সনাক্ত হয়নি।

ফলে ওই সব টাওয়ার এখনও বন্ধ রয়েছে! আর গতকাল শনিবার বিকেলে ওই এলাকায় ক্ষতিগ্রস্ত সেই রবি টাওয়ার মেরামত করতে যান ২জন টেকনিশিয়ান। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী! টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে! এ ঘটনায় আবারও পাহাড়ে অনিশ্চিত হয়ে গেল নষ্ট হওয়া রবি টাওয়ার মেরামত বা রবি সেবা! কিন্তু কী কারণে রবি টাওয়ারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তা বন্ধ রেখেছে সেটির সদুত্তর মিলছে না কোথাও!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিশর্ত মুক্তিসহ আরো দুই টেকনিশিয়ানদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি শহর ও বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার দুপুরে শহরে প্রেসক্লাব চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।

এসময় হাতে ফেস্টুন ও প্ল্যাকার্র্ড হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা এবং অতিদ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে তাদের মুক্তির দাবিসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানান।

এদিকে চাঁদার দাবিতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার কয়েকটি ঘটনা ঘটার মাসাধিককাল পার হলেও এখনো অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। নেটওয়ার্কও পুরোপুরি সচল হয়নি। মাঝে মধ্যেই সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বন্দুকযুদ্ধে কেঁপে উঠছে পাহাড়ি জনপদ।

ফলে একের পর এসব ঘটনা চলমান থাকায় দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছে, কোন পথে চলে পাহাড়? পার্বত্যনিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions