শিরোনাম
বেইলি রোডের কান্নাতেও কারও ‘ঘুম’ ভাঙেনি,রেস্তোরাঁয় অগ্নিঝুঁকি ঠেকাতে পদক্ষেপ নেই তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে— সাইফুল ইসলাম শাকিল পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব জাতিসত্তার জন্য কাজ করতে হবে–সন্তু লারমা রাঙ্গামাটিতে ঠাণ্ডায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধ দগ্ধ বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা জারি প্রয়োজনীয় সংস্কার সেরে ২০২৫ সালেই নির্বাচন চায় বাম দলগুলো ডেঙ্গুতে চলতি বছরের ডিসেম্বরে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল দেশের স্বার্থবিরোধী প্রকল্প ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় নিহত শতাধিক ফিলিস্তিনি

রাঙ্গামাটিতে তিন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান,জেলার ১০ হাজার কর্মী বিদেশে কর্মরত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক রাঙ্গামাটির শাখার ব্যবস্থাপক দর্পন চাকমা। সভায় নিবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা।

নীহার কান্তি খীসা তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। ১৯৭৬ থেকে ২০২৪ পর্যন্ত এক কোটি ৬৯ লক্ষ ৮১ হাজার ৮৪২ জন এবং ১৯৯১-২০২৪ পর্যন্ত ১২ লক্ষ ৩১ হাজার ২১৬ জন মহিলা কর্মী চাকরি নিয়ে বিদেশ গমন করেছেন। বিদেশে কর্মরত অবস্থায় মৃত ওয়ারিশদের লাশ দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকার চেক এবং আর্থিক সহায়তা বাবদ তিন লক্ষ টাকা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড হতে প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, পার্বত্য এলাকা থেকে যে হারে জনশক্তি রপ্তানি করা হচ্ছে তা আশানুরূপ নয়। জনশক্তি রপ্তানি বাড়ানোর ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। তবে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।

তিনি আরো বলেন, বর্তমানে রাঙ্গামাটির জেলার ১০ হাজার কর্মী বিদেশে কর্মরত আছেন। এই সংখ্যাকে ৫০ হাজারে উন্নীত করতে আমরা কাজ করে যাবো। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বেসরকারি এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করি। বিগত সময়ে হয়নি বলে এখন হবে না আমরা এটি মানতে রাজি নই।

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী তিন রেমিট্যান্স যোদ্ধা মো. সোহেল(জসিম), তিন্নি সরকার ও নাজমুল হককে সম্মাননা স্মারক ও একজনকে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা। এসময় আয়োজকরা জানায়, গত ২০২১ সাল থেকে মো. সোহেল(জসিম) জেলার সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions