ইতিহাস বদলাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের সুখস্মৃতি থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আদৌ টেস্টে কোনো জয় নেই বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে একেবারেই গড়পড়তা টাইগারদের পরিসংখ্যান।

দু’দল এখন পর্যন্ত ১৪ টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে ১২ জয় আছে দক্ষিণ আফ্রিকার। বাকি দু’ম্যাচেও অবশ্য বাংলাদেশ জেতেনি, ড্র করেছে। তবে এবার এই পরিসংখ্যান বদলানোর সুযোগ এসেছে। খুব বড় সুযোগই পেয়েছে টাইগাররা৷

ঘরের মাঠে বাগে পেয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ২০১৫ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট খেলতে এসেছে প্রোটিয়ারা। তারা এসেছে এমন দল নিয়ে, যাদের মাঝে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে কেবল এক জনের। অধিনায়ক টেম্বা বাভুমার।

তাছাড়া ঘরের মাঠে স্পিন শক্তি বেশ ভালোই কাজে লাগানোর সুযোগ মেহেদী মিরাজদের। যদিও বাংলাদেশ খুব করেই মিস করবে সাকিব আল হাসানকে। দেশের সেরা তারকাকে ছাড়াই যে মোকাবেলা করতে হবে প্রোটিয়াদের।

সম্প্রতি ভারতের কাছে ধবলধোলাই হলেও পাকিস্তানের সাথে গত মাসেই টেস্ট সিরিজ জেতে টাইগাররা। যা হতে পারে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা। তাছাড়া দক্ষিণ আফ্রিকারও সময় খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সাথেও হেরেছে তারা।

দুই দলের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার বেশ ভালো সুযোগ আছে তাদের। ফলে পূর্ণ ২৪ পয়েন্টে নজর থাকবে উভয় দলেরই।

মাঠে নামার আগে দুই দলের পরিসংখ্যানে কিছুটা নজর দেয়া যাক।

৫৮৩/৭
মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ সংগ্রহ ৭ উইকেটে ৫৮৩। বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৬।

৫৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩ রানে অলআউটের রেকর্ড আছে বাংলাদেশের। এছাড়া আরো দুইবার একশর নিচে (৮০ ও ৯০) অলআউটের রেকর্ড আছে টাইগারদের।

২৫৪
সবচেয়ে বড় জয়। দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৫৪ রানে জিতেছে ব্লমফন্টেইনে। যা দুই দলের মুখোমুখির সবচেয়ে বড় জয়। অবশ্য ৮ বার ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ।

৭৪৩
দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন গ্রায়েম স্মিথ। ৮ ম্যাচে ৯ ইনিংসে স্মিথের রান ৭৪৩। বাংলাদেশের হয়ে বেশি রান মুশফিকের, ১০ ইনিংসে ৩৯০।

২৩২
স্মিথের ব্যক্তিগত ২৩২ রানের ইনিংস সর্বোচ্চ রান। ২০০৮ সালে চট্টগ্রামে স্মিথ এই রান করেছিলেন ২৭৭ বল মোকাবেলায়। ৩৩ চার ও ১ ছক্কায় সাজিয়েছিলেন ইনিংসটি

৩৫
পেসার মাখায়া এনটিনি দুই দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ উইকেট পেয়েছেন। বাংলাদেশের হয়ে বেশি শাহাদাত হোসেনের, ১৬টি।


কেভব মহারাজ সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন। দুই বার ৭টি করে উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার।


পাঁচজন বোলার দুইবার করে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। যেখানে বাংলাদেশী আছেন কেবল সাকিব আল হাসান। এছাড়া প্রোটিয়া বোলারদের মধ্যে আছেন পল অ্যাডামস, কাগিসো রাবাদা, জ্যাক ক্যালিস ও কেশভ মহারাজ।

১০
মুশফিকুর রহিম ১০ টেস্ট খেলে দুই দলের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের কাছে রেখেছেন।

উল্লেখ্য, আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু সকাল ১০টায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions