রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাহিত্য, সমাজসেবা ও সংস্কৃতিনির্ভর সংগঠন আঁরা চাঁটগাইয়া’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে রাঙ্গামাটি শিশু নিকেতন মাঠে সংগঠনের সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরুপা দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, চট্টগ্রাম সীতাকুন্ড লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়–য়া, রাঙ্গামাটি বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, শহীদ শুক্কুর ক্লাবের সভাপতি মোঃ কামালউদ্দিন, ইতিহাস গবেষক ও লেখক জামালউদ্দিন, লোকসাহিত্য ও চট্টগ্রামী ভাষার গবেষক নাসিরউদ্দিন হায়দার, প্রাবন্ধিক ও আইনজীবী রেবা বড়ুয়াসহ রাঙ্গমাটির বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদবৃন্দ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক এই ভাষার ইতিহাস বহু পুরনো। চট্টগ্রামের ভাষার মত সমৃদ্ধ আঞ্চলিক ভাষা অন্যান্য অঞ্চলে দেখা যায়না। কালের বির্বতনে এই ভাষার চর্চা দিন দিন কমে যাচ্ছে। এই ভাষাকে টিকিয়ে রাখতে চট্টগ্রামের ভাষার লিখিত ব্যবহার বৃদ্ধির আহবান জানান বক্তারা। সভায় চট্টগ্রামী ভাষার সাথে চাকমা ভাষার সামঞ্জস্যতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শুভ্রজ্যোতি চাকমা।
অনুষ্ঠানে রাঙ্গামাটির বিশিষ্ট কবি, সাহিত্যিক, সঙ্গীতকার, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চট্টগ্রামী ভাষায় গান, কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।