ডেস্ক রির্পোট:- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম গবেষণাগারের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প–প্রযুক্তি মেলা–২০২৩’ শেষ হয়েছে।
স্কুল–কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করা ও তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দুদিনব্যাপি এ মেলার আয়োজন করে। বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।
গত শনিবার ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প–প্রযুক্তি মেলা–২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের পরিচালক ড. রফিকুল হায়দার। সভাপতিত্ব করেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, বিসিএসআইআর আয়োজিত বিজ্ঞান ও শিল্প–প্রযুক্তি মেলা একটি চমৎকার উদ্যোগ।
এ ধরণের মেলা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা আমাদের স্বপ্নের সারথী। সামনে এগিয়ে চলার পথে নানা চ্যালেঞ্জ ও বাধা বিপত্তি থাকবে। তারপরও ধৈর্যের সাথে লেগে থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে সফলতা আসবে। বিশেষ অতিথির বক্তব্যে ড. রফিকুল হায়দার বলেন, বিজ্ঞানের বীজ বপন করতে হয় ছোটবেলা থেকে। বিজ্ঞান চর্চা করতে হলে স্বপ্ন দেখতে হয়। সভ্যতার যত অগ্রগতি তা বিজ্ঞানের আশীর্বাদ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।