ডেস্ক রির্পোট:- সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ধারাবাহিকভাবে পেছাচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছর দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) ২০২৪ সালের বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ সূচক প্রকাশ করা হয়। সূচকে ১৮০টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ১৬৫তম, ২০২৩ সালে বাংলাদেশ ১৬৩তম অবস্থানে ছিল। ২০২২ সালে ছিল ১৬২তম অবস্থানে।
এ বছর বাংলাদেশের স্কোর ২৭ দশমিক ৬৪। গত বছর স্কোর ছিল ৩৫ দশমিক ৩১।
দক্ষিণ এশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতায় শীর্ষ অবস্থানে রয়েছে নেপাল। দেশটি ৬০.৫২ স্কোর নিয়ে বিশ্বে ৭৪তম অবস্থানে রয়েছে। এরপরই ১০৬তম অবস্থানে রয়েছে মালদ্বীপ, দেশটির স্কোর ৫২.৩৬।
ভুটান দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে, তাদের অবস্থান ৩৭.২৯, বৈশ্বিক অবস্থান ১৪৭তম।
শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় চতুর্থ ও বৈশ্বিকভাবে ১৫০তম অবস্থানে রয়েছে। তাদের স্কোর ৩৫.২১।
পাকিস্তান এ অঞ্চলে পঞ্চম অবস্থানে রয়েছে, বৈশ্বিকভাবে ১৫২তম।
ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে, তারা বিশ্বে ১৫৯তম। গত বছর দেশটি ১৬১তম অবস্থানে ছিল।
আঞ্চলিক সূচকে আফগানিস্তান সবার নিচে রয়েছে। দেশটি ১৯.০৯ স্কোর নিয়ে ১৭৮তম অবস্থানে আছে।
ইসরায়েল ১০১ তম অবস্থানে রয়েছে। যদিও আরএসএফ বলেছে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সাংবাদিকদের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলকে সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় কঠিন অঞ্চল হিসেবে গণ্য করা হয়। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মিয়ানমার ১৭১তম, চীন ১৭২তম, উত্তর কোরিয়া ১৭৭তম ও ভিয়েতনাম ১৭৪তম অবস্থানে রয়েছে।
৯১.৮৯ পয়েন্ট নিয়ে সূচকে নরওয়ে অষ্টমবারের মতো বিশ্বে শীর্ষে অবস্থান করছে। শীর্ষ দশে নরওয়ের পরে রয়েছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি।
আরএসএফ প্রতিবছরই এ সূচক প্রকাশ করে, সংস্থাটির প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিসে অবস্থিত। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো এবং নিরাপত্তা এসব প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যাচাই করে সূচকটি প্রকাশ করা হয়।