ডেস্ক রির্পোট:- প্রত্যেক বাড়িতেই সাধারণত একটি ওষুধের বাক্স থাকে, যেখানে জ্বর, কাশি বা হালকা ব্যথার জন্য প্রয়োজনীয় ওষুধ রাখা থাকে। তবে অনেক সময় তাড়াহুড়ায় আমরা সেই ওষুধের মেয়াদ দেখে নিই না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে।
মেয়াদ উত্তীর্ণ ওষুধের ক্ষতি কী হতে পারে?
মেয়াদ শেষ হয়ে গেলে ওষুধের কার্যক্ষমতা কমে যায়।
তার রাসায়নিক গঠন বদলে যেতে পারে, ফলে পেটের অসুবিধা, ব্যথা, এমনকি বিষক্রিয়াও হতে পারে। অ্যান্টিবায়োটিক, হার্টের ওষুধ বা ইনসুলিন মেয়াদ উত্তীর্ণ হলে আরও বেশি বিপজ্জনক হতে পারে। এমন ওষুধে জীবাণুর বিরুদ্ধে ওষুধের কার্যকারিতা কমে যায়, ফলে রোগ সারতে বেশি সময় লাগে।
কিভাবে সতর্ক থাকবেন?
নিয়মিত ওষুধের মেয়াদ দেখে নিন।
মেয়াদ উত্তীর্ণ হলে সঙ্গে সঙ্গে ফেলে দিন। তরল ওষুধ বেশি দ্রুত নষ্ট হয়, তাই স্যাঁতসেঁতে জায়গায় এগুলো রাখবেন না। কোনও ওষুধ নিয়ে সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিন। সূত্র : আনন্দবাজার পত্রিকা