রাঙ্গামাটি:- পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল হওয়ায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১ মেগাওয়াট। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এমন তথ্য নিশ্চিত করেছে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
বিদ্যুৎ কেন্দ্রটির প্রকৌশলী বলেন, বুধবার রাত ৮টা থেকে এ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল হয়। ৫টি ইউনিট মধ্যে ১ নং ও ২নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩,৪ ও ৫ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে থেকে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল আছে ৯৬ দশমিক ৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৫ দশমিক ২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।
প্রসঙ্গত, ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানির জন্য এতদিন একসাথে চালু করা সম্ভব হয় নাই। চলতি বছরের ২ জুন হতে এতদিন এই কেন্দ্রের ৪ টি ইউনিট চালু করা হলেও বুধবার রাত ৮টায় একযোগে চালু করা হলো ৫টি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।