রাঙ্গামাটি,ডেস্ক:- পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। পাহাড়ি জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাহিনীর ভূমিকা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
এই প্রেক্ষাপটে বাহিনীর সামগ্রিক সক্ষমতা পর্যালোচনা, অবকাঠামো ও প্রশাসনিক চাহিদা নিরূপণ এবং পার্বত্য অঞ্চলে কর্মরত সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ২৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেন।
সফরের অংশ হিসেবে তিনি খাগড়াছড়ির চেঙ্গীস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বাহিনীর চলমান সংস্কার, আধুনিকায়ন ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
এর আগে তিনি বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় মহাপরিচালক মহোদয় বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে বাহিনীর নিরবিচ্ছিন্ন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময়কালে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত আনসার সদস্যদের সমতলে রেখে আসা পরিবারের সদস্যদের সম্প্রতি প্রবর্তিত স্বাস্থ্য সেবা বিষয়ক সুবিধাদি সম্পর্কে খোঁজ খবর নেন। মহাপরিচালক মহোদয় বাহিনীর সদস্যদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে “সুখী” অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন: “সুখী ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার আমাদের বাহিনীর সদস্যদের জন্য নিকটস্থ বন্ধু হয়ে উঠেছে।” বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস-এর সাথে সমঝোতার মাধ্যমে বাহিনীর সদস্য/সদস্যা, তাদের পিতা-মাতা, স্ত্রী/স্বামী ও সন্তানদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও গুণগত টেলিমেডিসিন সেবা নিশ্চিত করা হচ্ছে।
প্রথম পর্যায়ে বাহিনীর সকল স্তরের স্থায়ী কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন সদস্যদের জন্য এই সেবা চালু করা হয়েছে। তারা সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা তাৎক্ষণিক অডিও-ভিডিও চিকিৎসা পরামর্শ, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, এসএমএস নোটিফিকেশন ও অনলাইন প্রেসক্রিপশন সুবিধা পাচ্ছেন।
পরবর্তী ধাপে সাধারণ আনসার সদস্য ও ইউনিয়ন পর্যায়ের ভিডিপি সদস্যদের জন্যও ধাপে ধাপে এই সেবা চালু করা হচ্ছে, যাতে বাহিনীর প্রতিটি সদস্য এবং তাদের পরিবার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। মহাপরিচালক মহোদয়ের এই ঐকান্তিক প্রয়াস দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সফর ও কার্যক্রমে উপস্থিত ছিলেন: চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস; ব্যাটালিয়ন অধিনায়কগণ; সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি