শিরোনাম
নানিয়ারচর – লংগদু রাস্তা নির্মানে ইউপিডিএফ এর বাধা,এলাকায় উত্তেজনা দুই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ অনির্ধারিত বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক,ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিংয়ে যা হলো প্রধান উপদেষ্টা-জামায়াত বৈঠকে যা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু খাগড়াছড়িতে টাক্ট্রর ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নানিয়ারচর – লংগদু রাস্তা নির্মানে ইউপিডিএফ এর বাধা,এলাকায় উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা হতে লংগদু উপজেলা পর্যন্ত রাস্তার নির্মান কাজ বন্ধের দাবীতে ইউপিডিএফ মুল সমাবেশ কর্মসুচীর ডাক দেয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইপিডিএফ এর চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার করতে সমস্যা হবে বলে তারা রাস্তা নির্মাণে বাধা প্রদানে পাঁয়তারা করছে।
এলাকার লোকজন জানান, তারা ইউপিডিএফ এর এই অবৈধ দাবি কে রুখে দিবে।
আগামী ২৬ মে ২০২৫ তারিখে নানিয়ারচর উপজেলার বড়পুল পাড়া এলাকায় ইউপিডিএফ মুল কর্তৃক নানিয়ারচর উপজেলা হতে লংগদু উপজেলা পর্যন্ত রাস্তা নির্মান কাজ বন্ধের দাবীতে এ সমাবেশের ডাক দিয়েছে। সম্প্রতি রাঙ্গামাটি জেলা পরিষদ হতে বর্নিত রাস্তার মাটি বরাট করার কাজ চলমান রয়েছে।

তথ্যমতে, নানিয়ারচর উপজেলা হতে লংগদু উপজেলা পর্যন্ত রাস্তা নির্মান করার জন্য ৩/৪ বছর যাবত চেষ্টা করা হলও ইউপিডিএফ মুল এর সন্ত্রাসী কর্মকান্ডের কারনে রাস্তাটির নির্মান কাজ বন্ধ রয়েছে।

বর্ণিত এলাকাটি ইউপিডিএফ মুল অধ্যুষিত এলাকা। রাস্তাটি নির্মাঘ হলে জনসাধারন অবাধে চলাচল করলে ইউপিডিএফ মুল এর আধিপত্য ও চাদাবাজী অনেকটা কমে যাবে।

 

ইউপিডিএফ মুল রাস্তা না করার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতা করছে এবং এলাকার সাধারন উপজাতীয় জনগনকে ভুল বুঝিয়ে এবং ভয়-ভীতি প্রদর্শন করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে বলে জানা যায়। নানিয়ারচর ও লংগদু উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবী রাস্তাটি নির্মাণ করার।
জানা গেছে, সড়কটি নির্মিত হলে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের ভাগ্য বদলে যাবে। উপজেলাগুলো হলো নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি। রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে নানিয়ারচর উপজেলার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও লংগদু উপজেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা কোনোদিনই ছিল না। যোগাযোগ রক্ষা হতো নৌ-পথে। তবে এইবার সরকার নানিয়ারচর উপজেলার সঙ্গে লংগদু উপজেলার সংযোগ সড়ক নির্মাণ করার পরিকল্পনা হাতে নিলেও অদৃশ্য কারণে থেমে যায়। সড়কটি নির্মিত হলে উপজেলা দুটির যেমন যোগাযোগ ব্যবস্থা সহজ হবে তেমনি জেলার সদরের সঙ্গে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
শুধু তাই নয়; এ সড়কটি গড়ে উঠলে রাঙ্গামাটিবাসী নানিয়ারচর হয়ে, লংগদু-বাঘাইছড়ি উপজেলার সঙ্গে অনায়াসে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। তথা জেলা সদরের সঙ্গে তিনটি উপজেলার সড়ক পথে যোগাযোগ সহজ হয়ে উঠবে।

স্থানীয়রা বলছেন, নানিয়ারচর-লংগদু সড়ক নির্মিত হয়ে গেলে তিনটি উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি এখানকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহজিকরণসহ আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিফলন ঘটবে। এবার সড়ক বিভাগ লংগদু উপজেলার সঙ্গে নানিয়ারচর উপজেলার সংযোগ সড়ক নির্মাণ করে দিলে এ অঞ্চলের উন্নয়ন বহুগুণ বেড়ে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে এই এলাকা।

সড়ক বিভাগ ও স্থানীয়দের তথ্য মতে, নানিয়ারচর উপজেলার সঙ্গে লংগদু উপজেলার দূরত্ব ৩৭ কিলোমিটার। দূরত্ব ঘোচাতে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ৩৭ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করেছিল রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে নানিয়ারচর উপজেলা থেকে লংগদু উপজেলা সীমান্ত পর্যন্ত ১৭ কিলোমিটার পর্যন্ত সড়ক থাকলেও সড়কের বেহাল অবস্থা। সড়কটি সংস্কার করাসহ নানিয়ারচর-লংগদু উপজেলার মোট ৩৭ কিলোমিটার সংযোগ সড়কের কাজ করা হলেই সড়ক পথের যাতায়াত নিশ্চিত হবে।
জানা গেছে, ইতিপূর্বে সড়কটি তৈরি করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কাজ শুরু করলেও নির্মাণ কাজ শেষ না করেই বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে গত বছর স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে লংগদু উপজেলা অংশের কাজ শুরু করা হলেও মাস খানেক পরেই বন্ধ করে দেওয়া হয়। অথচ সড়কটি চালু হলে তিন উপজেলার বাসিন্দাদের যেমন জেলা সদরের সঙ্গে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে তেমনি ওই এলাকার মানুষের জীবনমানে ব্যাপক পরিবর্তন সাধিত হবে।

বর্তমানে নদীপথে জেলা শহর থেকে লংগদু আসতে চার পাঁচ ঘন্টা আর বাঘাইছড়ি উপজেলায় পৌঁছাতে ৭-৮ ঘন্টা সময়ও লেগে যায়। লংগদু উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এতে শুষ্ক মৌসুমে বাড়ে জনদুর্ভোগ।

স্থানীয়দের মতে, নানিয়ারচর হতে লংগদু সংযোগ সড়কটি হলে রাঙ্গামাটি জেলা শহরের সাথে দুটি উপজেলার যোগাযোগ সন্নিকটে আসবে এবং দুটি উপজেলার অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি হবে। যেখানে সড়কপথে বাঘাইছড়ি থেকে রাঙ্গামাটি পৌঁছাতে ৩ ঘন্টা ও লংগদু থেকে ২ ঘন্টায় জেলা শহরে পৌঁছানো সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions