শিরোনাম
নানিয়ারচর – লংগদু রাস্তা নির্মানে ইউপিডিএফ এর বাধা,এলাকায় উত্তেজনা দুই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ অনির্ধারিত বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক,ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিংয়ে যা হলো প্রধান উপদেষ্টা-জামায়াত বৈঠকে যা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু খাগড়াছড়িতে টাক্ট্রর ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

দুই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে দুটি বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে দেশে অস্বাভাবিক অবস্থা অবস্থা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জাতির উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছিলেন ড. ইউনূস।
কিন্তু তিনি সেই বার্তা না দিলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে আশঙ্কা ও অনিশ্চয়তা দেখা দেয়।

জামায়াত আমির বলেন, একজন রাজনৈতিক নেতা তার অধিকার পাওয়ার জন্য অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একই সময় আরেকটা দল গুরুত্বপূর্ণ আরেকটি জায়গায় তাদের দাবি নিয়ে অবস্থান করছিল।
এসব বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বিরক্ত ছিলেন এবং তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। আমাদের প্রত্যাশা, গণ-অভ্যুত্থানের সরকার কোনো দলকে সাপোর্ট করবে না, এটা হওয়া উচিত। কিন্তু কিছু ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে।
অসন্তোষ দেখা দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সংস্কার ও বিচারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে সমতল মাঠ থাকবে। প্রার্থীদের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব থাকবে না।
এমনটি হলে মানুষ তার হারানো অধিকার ফিরে পাবে এবং অধিকার প্রয়োগের সুযোগ পাবে। এটাই জনগণের দাবি।’

জামায়াত আমির বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু তিনি সুনির্দিষ্ট করে মাস ও তারিখ বলেননি। এ কারণে কিছু দলের দাবি আছে। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে একটি প্রস্তাবনাও দিয়েছি। আমরা আজও এ বিষয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘অবশ্যই সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে। আবার সব সংস্কার এ সরকার করতেও পারবে না। তবে মৌলিক ৫টি বিষয়ে সংস্কার হতে হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ জন্য আমরা দুটি রোডম্যাপ চেয়েছি। এক. সংস্কার; দুই. নির্বাচন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions