শিরোনাম
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে ‘পুশইন’ করেছে বিএসএফ সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিলো পাকিস্তান ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহত ৪১: বিবিসি সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে হামলা চালিয়েছে ভারত, ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, নিহত ৮ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত রাঙ্গামাটিতে ‘নবনন্দন সঙ্গীতালয়’-এর আত্মপ্রকাশ খিয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ রাঙ্গামাটিতে মানববন্ধন খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা ও প্রতিবাদ বান্দরবানে পাহাড়ী নারীকে ধর্ষণ ও হত্যা

জনশুমারি ও গৃহগণনায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম সংযুক্ত করার আবেদন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা প্রশাসক ও উপ পরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বরাবর জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ শুমারি সম্পর্কিত অধিকতর তথ্য-উপাত্ত আলাদাভাবে ছকে বা থানায় বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করার আবেদন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা।
আবেদন পত্রে বলা হয়েছে, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর শুমারির তথ্য এ অধ্যায় ৩ রাঙ্গামাটি জেলার শুমারির ফলাফল ৩.১.৪ এর ধর্মভিত্তিক জনসংখ্যা ছকে বা খানায় বাঙ্গালী বৌদ্ধ বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যদের পরিচিতি আলাদা ভাবে উল্লেখ করা হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর সদস্যদের অবদান উল্লেখ্যযোগ্য। বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ৫৩ বছর কিন্তু সারা বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মের মূল ধারক-বাহক বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর সদস্যদের কোন ধরনের তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আলাদাভাবে অদ্যবধি উপস্থাপন করেন নাই। অথচ বাংলাদেশে লক্ষাধিক বড়ুয়া যুগ-যুগ ধরে বসবাস করছেন। রাষ্ট্রীয়ভাবে বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার। অথচ প্রতি ১০ বছর পর-পর রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা করা হয়। রিপোর্ট বাংলায় ও ইংরেজি উভয় ভাষায় প্রস্তুত করা হয়ে থাকে। জনশুমারি ও গৃহগণনা ২০২২ আওতায় বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পুরুষ ও নারী সদস্যদের আলাদাভাবে বা ছকে কোন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়নি। একারণে গবেষণা বা রাষ্ট্রীয় পরিকল্পনার কাজে বড়ুয়াদের নাম উল্লেখপূর্বক ব্যবহার করা হয় না। আমরা “বড়ুয়া” জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই ।

একটি স্বাধীন দেশে ৫৩ বছর ধরে প্রান্তিক বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর লোকজন সর্বক্ষেত্রে অবহেলীত এবং রাষ্ট্রীয়ভাবে সুবিধা বঞ্চিত রযেছে। অথচ দেশের ৬৪টি জেলায় কম-বেশী বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ শুমারি সম্পর্কিত অধিকতর তথ্য-উপাত্তে দেশের বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি আলাদাভাবে সংযুক্ত করার আবেদন করা হয়েছে।
বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করার আবেদন পত্রটি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ্।
এসময় রাঙ্গামাটি জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি নির্মল বড়ুয়া মিলন, তপন কান্তি বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, সমিরন বড়ুয়া, শ্যামল চৌধুরী ও ধীমান বড়য়া প্রমূখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions