শিরোনাম
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে ‘পুশইন’ করেছে বিএসএফ সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিলো পাকিস্তান ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহত ৪১: বিবিসি সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে হামলা চালিয়েছে ভারত, ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, নিহত ৮ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত রাঙ্গামাটিতে ‘নবনন্দন সঙ্গীতালয়’-এর আত্মপ্রকাশ খিয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ রাঙ্গামাটিতে মানববন্ধন খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা ও প্রতিবাদ বান্দরবানে পাহাড়ী নারীকে ধর্ষণ ও হত্যা

নানিয়ারচর-লংগদু সড়ক নির্মাণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি,ডেস্ক:- রাঙ্গামাটি জেলার নানিয়ারচর-লংগদু সড়ক নির্মাণে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার (৪ মে) সকাল ১০টায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে এক পর্যালোচনায় সভায় সড়কটি নির্মাণে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনস্থ ডিপিডিসি সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সজল কান্তি বনিক, ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের লে. কর্নেল খালেদ, লে. কর্নেল আসিফ এবং পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ।

সভা শেষে পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ জানান, সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সভায় পর্যালোচনা শেষে রাঙ্গামাটির নানিয়ারচর হয়ে লংগদু-বাঘাইছড়ি উপজেলাকে সংযুক্তকারী সড়কটি নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।

পাহাড়ি দুর্গম এলাকা বিবেচনায় প্রকল্পটি নির্মাণে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডকে ডিপিপি তৈরির ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে। ডিপিপি তৈরিতে ৪ থেকে ৫ মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।

মিনহাজ মুরশীদ আরো জানান, ডিপিপি তৈরি হয়ে গেলে সড়কটি নির্মাণে আর কোনো বাধা থাকবে না। তবে পরিবেশ মন্ত্রণালয়ের একটি ছাড়পত্র প্রয়োজন হবে। সেটি পেয়ে গেলে রাঙ্গামাটি জেলা সদরের সাথে লংগদু এবং বাঘাইছড়ি উপজেলাবাসীর সড়ক যোগাযোগ আর স্বপ্ন নয়, বাস্তবেই সম্ভব হবে।

উল্লেখ্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন উন্নয়ন হলেও ও জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়নি দেশের বৃহত্তম দুই উপজেলা বাঘাইছড়ি ও লংগদু। বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলার বড় উপজেলা নয়, দেশের সবচেয়ে বড় উপজেলা হিসেবে পরিচিত।

অথচ যোগাযোগব্যবস্থার ঘাটতির কারণে পাহাড়ি জনপদের মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, নানিয়ারচর-লংগদু আঞ্চলিক সড়কের মাত্র ২৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হলেই রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পাঁচ উপজেলার পাঁচ লাখ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

খুলে যাবে সমৃদ্ধির নতুন দুয়ার। কৃষিপণ্য বিপণন ও পর্যটনে তৈরি হবে গুরুত্বপূর্ণ হাব। মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি বছরে বাণিজ্য হবে কয়েক হাজার কোটি টাকার।

শুধুমাত্র একটি সড়কই বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি। সড়কটি ঘিরে থমকে আছে পাহাড়ের কয়েক লাখ মানুষের স্বপ্ন আর যোগাযোগ ব্যবস্থার নয়া দিগন্তের হাতছানি।

বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে পাহাড়ের সব উপজেলা এখনো জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্কের আওতায় আসেনি। এর সঙ্গে গত শতকের ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হলে কৃত্রিম হ্রদের কারণে দূরবর্তী বেশ কয়টি উপজেলার মতো নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়িও পানিবন্দি হয়ে জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সেখানে যোগাযোগব্যবস্থায় নৌযান একমাত্র ভরসা হওয়ায় উৎপাদিত কৃষিপণ্যের পরিবহন ও বাজারজাত করা যেমন ব্যয়বহুল হয়ে পড়ে, তেমনি যাতায়াতেও সৃষ্টি হয় নানান ভোগান্তি। তবে ২০২০ সালে নানিয়ারচরের চেঙ্গী নদীতে ৫০০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের পর পাহাড়ে সমৃদ্ধির নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়।

এদিকে ৩৭ দশমিক ৫০ কিলোমিটার দৈর্ঘ্যের বগাছড়ি-নানিয়ারচর-লংগদু আঞ্চলিক সড়কটির সাড়ে ১৩ কিলোমিটার অংশ আগে থেকেই পাকা ছিল। অবশিষ্ট ২৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হলেই জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্কে যুক্ত হবে।

এতে রাঙ্গামাটির নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, খাগড়াছড়ি ও দীঘিনালা এই পাঁচ জেলা-উপজেলার অন্তত পাঁচ লাখ মানুষ সড়কটি ব্যবহার করতে পারবেন।

এই সড়ক ধরে পাহাড়ি জনপদে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতে খরচ ও সময় সাশ্রয়সহ কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে তেমনি মেঘের রাজ্য হিসেবে খ্যাত সাজেকের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। আর সড়ক যোগাযোগ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থায়ও আসবে বৈপ্লবিক পরিবর্তন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions