রাঙ্গামাটি:- সরকারি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে সংবিধান এবং রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অংশ গ্রহন করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার আদিবাসী ফোরাম আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করায় এ ক্ষোভের সৃষ্টি হয়।
জানা গেছে, অদ্য ০৯ এপ্রিল সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে হতে বিঝু,সাংগ্রাই, বৈসু,বিষু,বিহু, সাংক্রাই,সাংলান,চাংক্রান,পাতা-২০২৫, উদযাপন কমিটির, আহবায়ক ও আদিবাসী ফোরামে “ক” অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা (অবঃ উপসচিব) এর নেতৃত্বে বিঝু,সাংগ্রাই,বৈসু,বিষু,বিহু,সাংক্রাই, সাংলান,চাংক্রান,পাতা-২০২৫, “আদিবাসী জুম্ম জাতির অস্তিত্ব নিশ্চিততকরনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন অধিকতর সামিল হই” উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভা এবং র্যালি অনুষ্টিত হয়। সরকারি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকেও উদ্বোধক হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার উপস্হিত ছিলেন।
একজন সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে এ ধরনের কর্মসূচিতে গ্রহণ করা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা এবং আদিবাসী সংক্রান্ত কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য বলঅ হলেও তিনি সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বর্ণিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ফলশ্রুতিতে তিনি রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘন করেন এবং সরকারি নীতি নিয়মের তোয়াক্কা না করেই এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনতার মত কাজ করার সচেতন জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া প্রতিফলিত হয়েছে। সংবিধান এবং রাষ্ট্র বিরোধী এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়েছে। এই ব্যাপারে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।