ডেস্ক রির্পোট:- রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে সাত সদস্যের কমিটি গঠন করেছে দুদক।
বুধবার (০৯ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানায় দুদক সূত্র।
এদিকে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শুরু হতে যাচ্ছে।
৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির পৃথক ছয় মামলার অভিযোগপত্র দাখিলের ১৫ দিন পর ঢাকা মহনগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তিন ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে।
গত ২৪ মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পূর্বাচলে প্লট দুর্নীতির ছয় মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা পরিবারের সাতজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। তাদের সঙ্গে আসামি করা হয়েছে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তা, যাদের নাম ছয় নাম মামলায় আলাদাভাবে এসেছে।
এ মামলাগুলোর মধ্যে ১০ এপ্রিল একটি, ১৩ এপ্রিল তিনটি ও ১৫ এপ্রিল তিনটির অভিযোগপত্র আদালতে শুনানির জন্য তোলা হবে।