রাঙ্গামাটিতে ঈদের ছুটিতে পাহাড়-হ্রদে ছুটছে মানুষ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৮০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ঈদের ছুটিতে পাহাড়ি জেলা রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলো পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। শহরের যান্ত্রিকতা আর কোলাহল ভুলে প্রকৃতির কোলে সময় কাটাতে হ্রদ-পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ছুটে আসছেন পর্যটকরা। এতে চাঙা হচ্ছে পাহাড়-লেকের পর্যটন কেন্দ্রীক ব্যবসা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দিন বিকাল থেকেই রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, ডিসি বাংলো, পলওয়েল পার্ক, রাজবাড়ি, কাপ্তাই লেক, আসামবস্তি-কাপ্তাই সড়কসহ ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা নীলাঞ্জনা রিসোর্ট, রাঙাদ্বীপ, বেরান্ন্য লেক, ইজোর, রান্ন্যেটুগুনসহ দৃষ্টিনন্দন জায়গাগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। পরিবার, প্রিয়জন ও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা রাঙ্গামাটির দর্শনীয় জায়গায়গুলোতে বেড়াচ্ছেন। অনেকে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোটে করে ভেসে বেড়াচ্ছেন।

পর্যটন নৌযান ঘাটের লাইনম্যান মো. ফখরুল ইসলাম বলেন, “আমাদের বোট চালক ও মালিকরা খুব ব্যস্ত সময় পার করতেছে।”

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, “ঈদের ছুটিতে পর্যটকদের আগমন শুরু হয়েছে। আমাদের ৬০ হতে ৭০ শতাংশ বুকিং রয়েছে। সামনের দিনগুলোতেও ভালো পর্যটকের সমাগম ঘটবে। আশা করছি, গত বছরের তুলনায় এ বছর রাঙ্গামাটিতে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম ঘটবে।”

এদিকে, মেঘের রাজ্য নামে খ্যাত সাজেক ভ্যালিও এখন পর্যটকে মুখরিত। মেঘ-পাহাড়ের মিতালির সৌন্দর্য দেখতে সাজেকে ছুটছেন পর্যটকরা। সেইসঙ্গে বেড়েছে রিসোর্ট-কটেজগুলোর আগাম কক্ষ বুকিংয়ের হিড়িক।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫টি পুড়ে গেলেও বর্তমানে ৯১টি রিসোর্ট-কটেজ রয়েছে। এসব রিসোর্ট-কটেজে বর্তমানে ৬০ থেকে ৭০ শতাংশ বুকিং রয়েছে।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “সাজেকে মোটামুটি ভালো পর্যটকের সমাগম ঘটছে। আমাদের রিসোর্ট-কটেজগুলোর অধিকাংশই বুকিং রয়েছে। সামনের দিনে আরো পর্যটকের সমাগম ঘটবে।”

তিনি আরও বলেন, “অনেকে হয়ত ভাবছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সাজেকের সব রিসোর্ট-কটেজ পুড়ে গেছে। আসলে তা নয়, আমাদের ১২৬টি রিসোর্ট-কটেজের মধ্যে বর্তমানে ৯১টিই সুরক্ষিত রয়েছে। এই ৯১টি রিসোর্ট-কটেজে অনায়াসে দুই থেকে আড়াই হাজার পর্যটক থাকতে পারবেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions