নানা সংকটে পুলিশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৬ দেখা হয়েছে

♦ কোথাও হামলার শিকার, কোথাও পড়ছে বাধার মুখে ♦ ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে ♦ কোনো কোনো থানায় হচ্ছে ভাঙচুর

ডেস্ক রির্পোট:- অভিযানে কোথাও হামলার শিকার আবার কোথাও বাধার মুখে পড়ছে পুলিশ। কোথাও ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, আবার কোনো কোনো থানায় করা হচ্ছে ভাঙচুর। দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে একের পর এক। এসব কারণে অপরাধ দমনে কঠোর হতে পারছে না পুলিশ। পুলিশ কেন মাঠে সক্রিয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হতে পারছে না? এমন প্রশ্নে উত্তর খুঁজতে কথা হয় মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের সঙ্গে। তাঁরা বলছেন, ফ্যাসিবাদের দোসর পুলিশ কর্মকর্তারা যে পদ্ধতিতে পুলিশকে চালাতেন, এখনো তাঁরাই চালাচ্ছেন। যেকোনো কাজের জন্য বা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঊর্র্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ের পুলিশের পরিদর্শক কিংবা এসআইদের সরাসরি নির্দেশ দেন। কিন্তু যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁরা কীভাবে নির্দেশনা বাস্তবায়ন করবেন কিংবা কোন কৌশল অবলম্বন করবেন, তা ঠিক করে দেন না। আবার কাজের দায়িত্বও ঊর্ধ্বতন কর্মকর্তারা নেন না। যে কারণে মাঠে থাকা পুলিশ সদস্যরা হতাশ হয়ে পড়েন।

মাঠের কর্মকর্তাদের তদন্তকাজে যাতায়াত খরচের ব্যবস্থা না থাকলেও এসএসপি থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ৮০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি তেলের বরাদ্দ আছে। আবার পুলিশ কর্মকর্তাদের জন্য মামলার তদন্ত প্রতিবেদন ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে অ্যান্ট্রি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথচ কোনো তদন্ত কর্মকর্তাকে কম্পিউটার বা ল্যাপটপ সরবরাহ করা হয় না। মাঠপর্যায়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, কারও কারও মধ্যে আইনকে তাচ্ছিল্য করার যে প্রবণতা, এটি কাটিয়ে উঠতে না পারলে শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন। আবার অনেক পুলিশ সদস্য আইনি কাঠামোর মধ্যে শক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় থাকেন। তাদের মধ্যে শঙ্কা হলো, এ পদক্ষেপ নেওয়ার কারণে তাদের কোনো প্রশাসনিক জবাবদিহির মধ্যে পড়তে হতে পারে। আবার কেউ কেউ ‘মব ভায়োলেন্স’ নিয়ে ভীত। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আতঙ্কে থাকেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেন, যেসব জায়গায় মব হচ্ছে ওই সব জায়গাকে এবং মব সৃষ্টিকারী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সামাজিক চাপ সৃষ্টি করতে হবে। আর মব করেও যে পার পাওয়া যাবে না, এমন পরিবেশ তৈরি করতে হবে।

মাঠে কাজ করতে গিয়ে পুলিশ বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এসব নিয়ন্ত্রণে তাদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। যেমন গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এতে অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

এর আগে গত ১ ফেব্রুয়ারি উত্তরা-পশ্চিম থানায় হামলা ও ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এর আগে তারা উত্তরা-পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

১৭ মার্চ সারা দেশের বিভিন্ন পর্যায়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ তাঁর বক্তব্যে বলেছেন, এখন ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। এখনই যদি পুলিশ কমিশন গঠন করা না হয়, তাহলে কোনো দিনই হবে না। পুলিশ কমিশন সব পর্যায়ের পুলিশ সদস্যদের দাবি। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানুষ সংস্কারের কথা বলছে। আর পুলিশ বাহিনী নিজেরাই নিজেদের সংস্কারের কথা তুলে ধরছে। কিন্তু পুলিশ সংস্কারের কথা কেউ সেভাবে শুনছে না। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাঝুঁঁকির মধ্যে পড়ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের ব্যাপারে জোরালো প্রতিরোধ না করতে পারলে সমস্যা বাড়বে। বাংলাদেশ প্রতিদিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions