রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত নারী খেলোয়াড়দের জন্য উদ্বোধন হলো চারদিনব্যাপী সোশ্যাল রেসপন্সসেবিলিটি প্রোগ্রাম। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় তিনি বলেন, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা এই জেলার তরুণ তরুণীদের উৎসাহ দেয়ার চেষ্টা করছি। তারুণ্যের যে শক্তি ও অমিত সম্ভাবনা তা আমরা জাগিয়ে তোলার চেষ্টা করছি। তরুণদের হাত ধরেই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে। তবে সবার আগে নিজেদের বদলাতে হবে। নিজেকে বদলানোর প্রথম সোপান হলো শৃঙ্খলা আর শৃঙ্খলার আঁতুড়ঘর হলো খেলাধুলা। এই খেলাধুলার মাধ্যমে তরুণরা নেতৃত্ব, শৃঙ্খলা ও প্রতিযোগিতায় অভ্যস্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ কমিটির সাবেক আহবায়ক আবু সাদাত মো. সায়েম, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল বাসেত অপু, সহ-সভাপতি ভূপেষ রায়, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, এশিয়ান ফুটবল কনফেডারেশন সোশ্যাল রেসপন্সসেবিলিটি প্রোগ্রামের প্রধান নেইল স্টা মারিয়াসহ প্রমুখ।
উল্লেখ্য, এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তিন পার্বত্য জেলার ৪৫ জন সুবিধাবঞ্চিত পাহাড়ি নারী খেলোয়াড়দের নিয়ে চার দিনব্যাপী ‘এমপাওয়ারিং হিল উইমেন্স টু পারসিউ ফুটবল ক্যারিয়ার’ শীর্ষক এই সোশ্যাল রেসপন্সসিবিলিটি প্রোগ্রামের আওতায় ৪৫ জন নারী খেলোয়াড় ও ৩ জন কোচের ৪দিন ব্যাপী আবাসিক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। পাশাপাশি খেলোয়াড়দের চাইল্ড সেইফগার্ডিং, ফুটবল প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রোগ্রাম থেকে বাছাই করা ১২ জন খেলোয়াড়কে আগামী ১ বছরের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।