রাঙ্গুনিয়ায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ আওয়ামী লীগ নেতাদের ৫২ অবৈধ ভাটায় নতুন অংশীদার বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট;- ‘বিকেবি’ ইটভাটার মালিক রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মবিন চৌধুরী। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ এ ছাত্রলীগ নেতা ১৬ বছর দাপটের সঙ্গে চালিয়েছেন ভাটা ব্যবসা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাটায় প্রকাশ্যে সরকারি বনাঞ্চলের গাছ-কাঠ পোড়ালেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পাহাড়ের মাটি সাবাড় করে তৈরি করেছেন লাখ লাখ ইট।

৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা মবিন। কিন্তু ভাটা ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার হিসেবে নিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরীকে। তাঁকে সামনে রেখে পরিবেশ ধ্বংস করে চালিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটা।

শুধু এটিই নয়, রাঙ্গুনিয়ার ‘এটিএম’ ইটভাটার মালিক রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। তারা আত্মগোপনে থাকায় ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার বানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়ারুর ভাই ইমু চৌধুরীকে। তাঁর তত্ত্বাবধানে পরিবেশ আইন না মেনে আগের মতোই চলছে ভাটাটি।

একইভাবে ‘সম্রাট’ ইটভাটার মালিক ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। এখন নতুন ব্যবসায়িক অংশীদার হিসেবে ইটভাটাটি দেখভাল করছেন বিএনপির দিদারুল আলম জসিম। ‘কেবিএম-২’ ইটভাটার মালিকানায়ও এসেছে পরিবর্তন। এটির মালিক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন গং। তারা আত্মগোপনে থেকে ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার বানিয়েছেন প্রয়াত প্রভাবশালী বিএনপি নেতা কেকে রফিক বিন চৌধুরীর ছেলে ইমু চৌধুরীকে। ‘কেবিএম-১’ ভাটার মালিক ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি জাসেদ চৌধুরী। তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে বিএনপি নেতা মো. আব্বাস চেয়ারম্যানকে সামনে নিয়ে এসেছেন। এভাবে ৫২টি ইটভাটায় এখন বিএনপির প্রভাবশালী নেতাদের ব্যবসায়িক অংশীদার করেছেন আওয়ামী লীগ নেতারা।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিকেবি ইটভাটার নতুন ব্যবসায়িক অংশীদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী বলেন, আমি তিনটি ইটভাটার শেয়ার পার্টনার হিসেবে কয়েক মাস ধরে কাজ করছি। ছাত্রলীগ নেতার মালিকানাধীন একটি ভাটার শেয়ারহোল্ডারদের থেকে শেয়ার কিনে মালিক হয়েছি। আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থাকায় তাদের ভাটাগুলো নতুন করে অনেকে পরিচালনা করছেন।

ইটভাটা মালিক সমিতির নতুন ক্যাশিয়ারও হয়েছেন বলে জানান ইমরুল। অন্য ইটভাটাগুলোর নতুন অংশীদারদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।

গত ১৬ বছরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়ে নিয়মনীতি না মেনে মগাছড়ির পাহাড়ি বনাঞ্চল ঘেঁষে তৈরি হয় একের পর এক ইটভাটা। ভাটাগুলোয় প্রকাশ্যে পুড়ছে বনাঞ্চলের গাছ-কাঠ, পাহাড়ের লাল মাটি।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, পরিবেশ ও বন উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রাঙ্গুনিয়াসহ জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগির অভিযানে নামব। ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এলে প্রথমেই রাঙ্গুনিয়ায় অভিযান চালানো হবে। বনাঞ্চলের পাশে ইটভাটা করার সুযোগ নেই। গাছ-কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাহাড় কেটে মাটি সংগ্রহ করা পরিবেশ আইনে ফৌজদারি অপরাধ।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ-বন সংরক্ষক এস এম কায়চার বলেন, ইটভাটাগুলো অবৈধ। অবৈধ ভাটায় অবৈধভাবে বনাঞ্চলের গাছ-কাঠ এনে পোড়ানো হচ্ছে, সত্য। বন বিভাগ মাঝেমধ্যে অভিযান চালাচ্ছে। মামলাও দিচ্ছি। অবৈধ ভাটা বন্ধ না হলে গাছ-কাঠ পাচার ও পোড়ানো বন্ধ করা যাবে না।

রাঙ্গুনিয়া ইটভাটা সমিতির নতুন সাধারণ সম্পাদক বিএনপি নেতা ইউচুপ চৌধুরী বলেন, ১৬ বছর আওয়ামী লীগ নেতারা ইটভাটাগুলো চালিয়েছেন। এখন তারা আত্মগোপনে। তাই সমিতি ও ইটভাটাগুলো আমরা পরিচালনা করছি। এখানে বিএনপির কেউ নতুন অংশীদার হয়েছেন। অনেক বিএনপি নেতা পুরোনো অংশীদার থাকলেও তা প্রকাশ্যে এতদিন বলেননি। ইটভাটায় কিছু গাছ-কাঠ পোড়ানো হচ্ছে। কারণ কয়লা দিয়ে ইট তৈরি করে পোষানো সম্ভব নয়।

আওয়ামী লীগ আমলের ইটভাটা সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরীকে ফোন করা হলেও আত্মগোপনে থাকায় তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এ ছাড়াও আইনে বলা আছে, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান, জলাভূমি ও কৃষিজমিতে ইটভাটা করা যাবে না।

অনিয়ম সবচেয়ে বেশি যেসব ভাটায়
পাহাড়ি মাটি ও গাছ-কাঠ পোড়ানো হচ্ছে কমবেশি সব ভাটায়। সবচেয়ে বেশি অনাচার হচ্ছে– ‘বিকেবি’, কেবিএম-১, কেবিএম-২, এটিএম ব্রিকস, একতা ব্রিকস, আজমির ব্রিকস, ফাইন ব্রিকস ইন্ডাস্ট্রিজ, মাবিয়া অ্যান্ড সন্স ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস, খতিবনগর ব্রিকস, আল মক্কা ব্রিকস, মোহাম্মদিয়া ব্রিকস, লোকমান হাকিম ব্রিকস, আউলিয়া ব্রিকস, মির্জা ব্রিকস, ছাদেক শাহ ব্রিকস, মদিনা ব্রিকস ওয়ার্কস, হাসানুজ্জামান শাহ ব্রিকস, ছাদেক শাহ ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ওয়ার্কস, এম আর চৌধুরী ব্রিকসে।

ইটভাটা সমিতিতেও পালাবদল
ইটভাটার মালিকানার মতো পালাবদল হয়েছে রাঙ্গুনিয়া ইটভাটা মালিক সমিতিতেও। সমিতি এখন বিএনপির কবজায়। ১৬ বছর সমিতির একক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল হাছান মাহমুদের ঘনিষ্ঠদের হাতে। রাঙ্গুনিয়ায় ইটভাটা মালিক সমিতির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ছিলেন কামাল উদ্দিন চৌধুরী। আগস্টের পর ইটভাটা সমিতির সভাপতি হন বিএনপি নেতা খোকন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইউচুপ চৌধুরী। তাদের হয়ে প্রতিটি ভাটায় ক্যাশিয়ার হিসেবে ছড়ি ঘুরাচ্ছেন আরেক বিএনপি নেতা ইমরুল হাসান চৌধুরী।

রাতে পাচার হচ্ছে গাছ
রাত নামলেই সারি সারি চাঁদের গাড়ি ও মিনি ট্রাক রাঙ্গামাটির সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে গাছ-কাঠ নিয়ে ঢোকে ইটভাটায়। অসাধু বন কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে অপকর্ম। রাঙ্গামাটির কাউখালী, ঘাগড়া, মানিকছড়ি, ঘিলাছড়ি, কচুখালী, মুবাছড়ি, কলমপতি থেকে খুবই কম দামে কেনা কাঠ-গাছ চলে যায় বিভিন্ন ভাটায়। প্রতিটি ভাটায় প্রকাশ্যে মজুত করে গড়ে তোলা হয়েছে চোরাই জ্বালানি কাঠের বড় বড় ডিপো।সমকাল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions