খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, শেখ মুজিবুর রহমানের ভুল সিদ্ধান্তে পাহাড়িরা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছে। শেখ মুজিবুর রহমানের কারণে জনসংহতি সমিতি নামে একটি সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছিল। আর তারই কন্যা শেখ হাসিনার শাসনামলে তারই নির্দেশে পাহাড়ে আরো চারটি সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি টাউজ হলের সামনে চাকমা সম্প্রদায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অপরদিকে চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ পাহাড়ে বিভেদ-সংঘাত সৃষ্টি করেছে। আওয়ামী লীগ কখনো পাহাড়িদের বন্ধ ছিল না। বরং পাহাড়িদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে নিজেদের আখের গুছিয়েছে। আগামীতে চাকমারা আর আওয়ামী লীগের দাবার গুটি হবে না।
সমাবেশে ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিসহ জনগোষ্ঠীর পরিচয় বাংলাদেশি, এটাই বিএনপি’র মূলনীতি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে পার্বত্য চট্টগ্রামে সাধারন পাহাড়ি-বাঙালির ভাগ্যের কোন পরিবর্তন হয়নি, নিজেরা সম্পদের পাহাড় বানিয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে সকল জনগোষ্ঠীর সম-উন্নয়ন হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
বিশিষ্ট উপজাতীয় নেতা প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে ও সাবেক জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকুর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা, মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি কংচাইরী মারমা, মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান দেবরানী চাকমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি খনিরঞ্জন ত্রিপুরা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, নারী নেত্রী কুহেলেী দেওয়ান, সামাজিক নেতৃত্ব নীলপদ চাকমা, সুজন স্মৃতি চাকমা, শান্তিপ্রিয় চাকমা, জ্ঞান জ্যেতি চাকমা, সময় বিকাশ চাকমা, মানবিক কল্যাণ সংস্থার সভাপতি শান্তিময় চাকমা মেম্বার, রাঙ্গাপানি ছড়ার সামাজিক ব্যক্তি ভূষন চাকমা, পানছড়ির বিজয় রাজ চাকমা প্রমুখ। অনুষ্ঠানটি চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয়।