খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গার সবর্বাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ৭নং পৌর ওয়ার্ড চৌধুরীপাড়া। ব্যস্ততম এ এলাকায় পাহাড়ি-বাঙ্গালীসহ প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। জনসংখ্যার ঘনত্বানুযায়ী আবাসিক ঘরবাড়ি ঘড়ে উঠায় বলিটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ব্যাতিত খালি জায়গা নাই। আর চৌধুরী পাড়ার বুক ভেদ করে বিদ্যালয়ের মাঠ ঘেষে বয়ে গেছে পৌর সভার ঢাকনাবিহীন ড্রেন,যার উভয় পাশে রয়েছে জনবসতি।
অত্র এলাকায় কোন ডাস্টবিন না থাকায় ড্রেন ও তার পাশে প্রতিদিন ময়লার ফেলে লোকজন। ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছি ও ক্ষতিকর কীটপতঙ্গের বংশবৃদ্ধি হচ্ছে । এতে রোগাক্রান্ত ও ময়লার দুর্গন্ধে দুর্বিসহ হয়ে উঠেছে ড্রেনের পাশে বাসবাসকারি পরিবার গুলোর।
অপরদিকে বিদ্যালয়ে মাঠে নিত্যদিন কচিকাঁচা শিক্ষার্থীরা খেলাধূলা করে। মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া ড্রেনের অধিকাংশ জায়গা উন্মুক্ত হবার দরুন চরম ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং পথচারীদের চলাচল করতে হয়। খেলার সময় খেলার সরঞ্জাম ড্রেনে পড়ে গেলে আনতে গিয়ে ঘটততে পারে অনাকাঙ্খিত ঘটনা।
এদিকে ড্রেনের ঢাকনা না থাকায় পথচারী, শিক্ষার্থী ও বসবাসকারীর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। দিনে সাবধানতা অবলম্বন করলেও রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেনে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ড্রেনে পথচারী ও খেলতে আসা শিশু পড়ে যাবারও একাধিক অভিযোগ রয়েছে। শিশুদের স্কুল খেলার জন্য মাঠে পাটিয়ে আতঙ্কে থাকেন অভিভাক। মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে ড্রেনটি। তাই দ্রুত ড্রেনটিতে ডাকনার ব্যবস্থা করার দাবি স্থানীয়েদর।
ওই এলাকার বাসিন্দা কাওসার সোহেল জানান, ড্রেনটি তার বাড়ির পাশ হয়ে ধলিয়া খালে মিলেছে এর উপরে ঢাকনা না থাকায় তাদের দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই। আশেপাশের সকলেই বাড়ির সকল ময়লা আবর্জনা, টয়লেটের ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ড্রেনেই ফেলেন ফলে রোগের চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করছেন তারা। শীঘ্রই ড্রেনের উপরিভাগে ডাকনা নির্মাণ করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আব্দুস সালাম বলেন, স্কুলের সামনের এলাকার রাস্তায় ঢাকনাবিহীন ড্রেন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। স্কুল ছুটির পর তাড়াহুড়া করে শিক্ষার্থীরা বের হয়। অসাবধানতাবশত কোনো শিক্ষার্থী ড্রেন পড়ে গেলে বড় ধরণের ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ড্রেনে দ্রুত ঢাকনা নির্মাণের দাবি জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, ঢাকনা বিহীন ড্রেন সত্যি ঝুঁকিপূর্ণ। বিষয় টি সরেজমিনে তদন্তপূর্বক জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দুর্ঘটনা এড়াতে ড্রেনের ওপর ঢাকনা নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।