ডেস্ক রির্পোট:- প্রশাসনে এক সচিব- দুই বিভাগে বিভাগীয় কমিশনার এবং মাঠ প্রশাসনে আট জেলায় ডিসি নিয়েছেন দিয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক-কে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
এছাড়া অবশেষে আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে নাটোর, জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও শরীয়তপুর।গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী,নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের উপ-সচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব আসমা শাহীনকে নাটোরের ডিসি করা হয়েছে। গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তন হওয়ার পর প্রশাসনে রদবদল আনে অন্তর্বর্তী সরকার। গত ১০ সেপ্টেম্বর ৩৪ জেলায় এবং ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এই দুই দফায় ৫৯ জেলায় নিয়োগ পাওয়া নতুন ডিসিদের অনেকের বিরুদ্ধে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্টতা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত প্রশাসনে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অসন্তোষ নিয়ে বঞ্চিতরা ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দুইজন যুগ্মসচিবকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে হাতাহাতি ও হট্টগোল হয়। তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে তাদের দাবি-দাওয়া তুলে ধরে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলেরও দাবি জানান। মন্ত্রিপরিষদ সচিব তাদের আশ্বাস দেন। পর দিন ১১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলন করে জানান, জয়পুরহাট, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী জেলা ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে। লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটে বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদার, শরীয়তপুরে স্বাস্থ্যসেবা বিভাগের উপ সচিব আব্দুল আজিজ, দিনাজপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, রাজবাড়ীতে আরপিএটিসির উপ-পরিচালক মনোয়ারা বেগমকে ডিসি পদে নিয়োগ দেয়া হয়েছিল।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন নাজমা মোবারেক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক-কে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে গত ১৫ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হলে এই বিভাগের সচিবের পদটি শূন্য থাকে। নাজমা মোবারেক ২০২৩ সালের ৫ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি লাভ করে পর দিন সচিব পদে যোগদান করেন। এরআগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে কর্মরত ছিলেন। নাজমা মোবারেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি সহকারী সচিব হিসেবে বস্ত্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নাজমা মোবারেক বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাংশি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ধামুরা উচ্চ বিদ্যালয় হতে থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে এবং ইডেন গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষাতেও প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় প্রথম হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে বিএসএস অনার্স এবং একই বিষয়ে এমএসএস ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তাঁর বেশকিছু গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।এছাড়া বরিশাল ও ময়মসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য (অতিরিক্ত সচিব) কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বরিশালের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওসার।