ডেস্ক রির্পোট:- সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।
এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
‘কমপ্লিট শাটডাউন’ উপলক্ষ্যে সকাল থেকেই রাস্তায় গণপরিবহন কম। রাস্তায় রিকশার আধিক্য লক্ষ্য করা গেছে। কর্মজীবীদের গন্তব্যে যেতে বাসস্ট্যান্ডগুলোতে অপেক্ষা করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঘুরে রাজধানীর খিলক্ষেত, বিশ্বরোড, মহাখালী, ফার্মগেট, মোহাম্মদপুর, বাসাবো, মালিবাগ, মগবাজার এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
গতকাল বুধবার রাত পৌনে ৮টায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।
চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আসিফ মাহমুদ লিখেন, ‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন।’
তিনি আরও লিখেন, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।’