অধ্যাপক পদে পদোন্নতি ২৬ চিকিৎসকের

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক ২৬ জন চিকিৎসককে বদলি বা পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত পদায়নকৃত কর্মকর্তারা আগামী ২৩ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৪ এপ্রিল ২০২৪ তারিখ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions