রাঙ্গামাটির গভীর অরণ্য থেকে বনমোরগসহ ফাঁদ জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১২৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বন বিভাগ রাইখালী গভীর অরণ্য হতে শিকারির ফাঁদসহ ২টি বনমোরগ আটক করেছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় রাইখালী রেঞ্জের বন কর্মীরা সংবাদ পায় যে বনের মধ্যে কিছু শিকারি ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে। এ খবর পেয়ে রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নির্দেশে অভিযান করা হয়। অভিযানের সংবাদ আচ করতে পেরে শিকারি ফাঁদে আটক ২টি বন মোরগ রেখে পালিয়ে যায়।

বন প্রহরী মো. হাসান জানান, অভিযানে ২টি বনমোরগসহ একটি ফাঁদ উদ্ধার করি। আটককৃত বন্যপ্রাণী শিকার করা ফাঁদ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একটি শিকারি মোরগ রাংগুনিয়া শেখ কামাল এভিয়ারীতে পাঠানো হয়। অন্যটি বনে অবমুক্ত করে দেওয়া হয়। এবং বন্যপ্রাণী শিকার সম্পর্কিত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া কথা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions