আন্তর্জাতিক ডেস্ক:- সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসির সাত উপদেষ্টা নিহত হয়েছেন।
সোমবার (১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি।
অন্যদিকে হামলার জবাব দেওয়ার শপথ করেছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই সিরিয়ায় ইরানি সামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এই প্রথম দূতাবাস কম্পাউন্ডে হামলার ঘটনা ঘটল।
এ ছাড়া মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখভালকারী তেহরানে নিযুক্ত সুইস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে বলা হয়েছে, দামেস্কে হামলার দায় ওয়াশিংটনকেও নিতে হবে।
হামলায় নিহতদের মধ্যে রয়েছেন- লেবাননে নিযুক্ত আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি কমান্ডার মোহাম্মদ হাদি হাজি রাহিমি।
এ ছাড়া নিহত আইআরজিসির আরও পাঁচ কর্মকর্তা হলেন- হোসেইন আমানুল্লাহি, সাইয়্যেদ মেহেদি জালালাতি, মোহসেন সেদাকাত, আলি আগাবাবায়ি ও আলি সালেহ রুজবাহানি।
আইআরজিসির বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিক্রিয়াও তুলে ধরা হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শহিদি মর্যাদা লাভ করায় নিহতদের অভিনন্দনও জানিয়েছেন।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বলেছেন, ‘পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে এবং হামলার ধরন চিন্তা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
এই ইস্যুতে এরই মধ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদের সঙ্গেও কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের। সে আলাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘গাজায় পরাজয়ের কারণে বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।’
রাশিয়া, সিরিয়া, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, কুয়েত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়েছে। সূত্র: আল-জাজিরা/পার্সটুডে