রাঙ্গামাটি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙ্গামাটির সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাঙ্গামাটি সদরের জন্য ৬ প্লাটুন সেনাবাহিনী ও প্রতিটি উপজেলার জন্য ২ প্লাটুন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলরত থাকবে পুলিশ, বিজিবি ও র্যাব -৭ এর সদস্যরা।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, রাঙ্গামাটি ১০টি উপজেলা মিলে একটি মাত্র জাতীয় সংসদীয় আসন- ২৯৯। তাই উপজেলার ভোট কেন্দ্রগুলোকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবার রাঙ্গামাটি জেলায় ভোটগ্রহণ কার্যক্রম চলবে ২১৩টি কেন্দ্রে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ১২৪টি। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৮টি কেন্দ্রে হেলিকপ্টারে মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। সেনাবাহিনীর সহায়তায় স্ব-স্ব উপজেলা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত প্রার্থীদের আচরণ বিধি লঙঘনের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অন্যদিকে রাঙ্গামাটি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা ও ২টি পৌরসভার নতুন আর পুরনো ভোটার মিলে এবার ভোটার সংখ্য প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। আর পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫০ হাজার ৯৪৪ জন। সুষ্ঠু ভোট কার্যক্রম পরিচালনার জন্য শহর জেলা ম্যাজিস্ট্রেটের পাশাপাশি টহলরত থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। এছাড়া শেষ মুহূর্তে নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছে রাঙ্গামাটি ২৯৯ নং আসনের আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) দীপংকর তালুকদার। মাঠে নেই অন্য দুই স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দেয় ও মিজানুর রহমান। বাংলাদেশ প্রতিদিন