জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলও আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করবে।

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলে ঘোষণা দেওয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সরকার, সহসভাপতি আবদুল বাতেন, ড. গোলাম রহমান ভূঁইয়াসহ আইনজীবী নেতারা।

মতিউর রহমান আকন্দ বলেন, রাজনৈতিক ঘটনাসমূহ রাজনৈতিকভাবে সমাধান না করে আদালতে টেনে নেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্রিমিনাল মামলার আসামি সাজিয়ে বিচারের নামে তাদেরকে অপমানঅপদস্থ করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জাতীয় নেতৃবৃন্দকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের জুলুম-নিপীড়ন থেকে আইনজীবীগণও রেহাই পাননি। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে রাজনীতিহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীগণ নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদেরকে আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions