শিরোনাম
খাগড়াছড়িঃ সংঘাত থেকে শুরু হোক শান্তির পদযাত্রা। আওয়ামী লীগ জাপাসহ ১১ দলের কার্যক্রম বন্ধ চেয়ে রিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ২৫২ এসআইকে অব্যাহতির প্রসঙ্গ পার্বত্য টাস্কফোর্সে ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কর্মকর্তারা বহাল তবিয়তে কোন জাদুতে সওজের কাজ বাগাল অনভিজ্ঞ এনডিই,প্রাক-অনুসন্ধান শুরু করেছে দুদক পদোন্নতির হাওয়া বইছে প্রশাসনে, এসএসবির টেবিলে ৮৫০ নথি সাবেক ডিএমপি কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদ! বিশ্বের বহু পলাতক স্বৈরশাসক টাকা দিয়ে রাজনীতিতে ফিরেছে,হাসিনার শক্তি পাচারের টাকা পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

আয়ের চেয়ে ব্যয় বেশি ধার-দেনায় চলছে সংসার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে বিপাকে সাধারণ মানুষ। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ধার-দেনায় চলছে সংসার। অনেক চাকরিজীবী আবার চড়াসুদে আগাম চেক বিক্রি করে সংসারের চাহিদা মিটাচ্ছে। জিনিসপত্রের দামের সঙ্গে বাড়ছে মানুষের ঋণের বোঝা। সরজমিন জেলার কাঁচাবাজারে দেখা গেছে, মাছ-মাংসের দাম চড়া। সবজির দামও ঊর্ধ্বমুখী। চিনি, আটা, ময়দা আগের বাড়তি দামে আটকে থাকলেও নতুন করে বেড়েছে ডাল ও ছোলার দাম। আগে যেখানে গরুর মাংস ছিল ৬৫০ টাকা এখন বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। কসাই সাইফুদ্দিন বলেন- বাজারের যা অবস্থা, ব্যবসা আর নাই জনগণ গোস্ত কেনে না। আগে ১০ থেকে ১২টা গরু জবাই হলেও এখন জবাই হয় ৩ থেকে ৪টা।
আর খাসির মাংসের দাম প্রতি কেজি ৯০০ থেকে ১১০০ টাকা। খাসির মাংস বিক্রেতা হাসান আলী বলেন, আগে প্রতিদিন ৪০ থেকে ৫০টা জবাই করতাম এখন আমরা ৮ থেকে ১০টা খাসি জবাই করি। কী করে যে সংসার চলবে মাথায় কাজ করে না। এদিকে বাজারে সব রকম মাছের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।

উত্তাপ ছড়াচ্ছে মুরগির দামেও। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা, আগে ছিল ২২০ টাকা এখন ২৫০ টাকা পাকিস্তানি মুরগি কেজিতে ৩২০ টাকা দরে বিক্রি হলেও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৬০ টাকা কেজি। এদিকে ব্রয়লারের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা হালি যা আগের তুলনায় হালিতে ৫ টাকা বেশি। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি আর দেশি মুরগির ডিম ৭৫ টাকা হালি। চাল নিয়েতো চালের বাজারে তো চালবাজি হচ্ছেই। গুটি স্বর্ণ ৪৫ টাকা কেজি, স্বর্ণ ৫০ টাকা কেজি, আটাশ চাল ৬০ টাকা কেজি, মিনিকেট ৭০ টাকা, নাজিরশাইল ৮০ টাকা কেজি, কাটারিভোগ ১১০ টাকা কেজি, আতব চাল মোটা ৯০ থেকে ১০০ টাকা কেজি, আতব (কালিজিরা) ও আতব (চিনিগুঁড়া) ১২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, চালের দাম বৃদ্ধির কারণে চাকরিজীবী, শ্রমজিবী থেকে শুরু করে সকলেই চিকন চালের পরির্বতে মোটা চাল কিনছেন। প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা আর চিঁড়ার কেজি ৬০ টাকা। দাম কমেনি সবজিরও মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি, আলু ২০ টাকা কেজি , পিয়াজ ৩০ টাকা কেজি, আদা ১২০, রসুন ১০০ টাকা কেজি , কাঁচামরিচের কেজি ১২০ টাকা আর শুকনা মরিচ ৫০০ টাকা কেজি, পেঁপে ২০ টাকা, টমেটো ২০ টাকা, পটোল ৬০ টাকা, ফুল কপি ২০ টাকা, বাঁধাকপি ২০ টাকা পিস, করলা ৮০ টাকা, গাজর ৩০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, শসা ২০ টাকা, বেগুন ৩০ টাকা কেজি, চালকুমড়া ৩৫ টাকা পিস, লাউ ২৫ টাকা পিস, আর সজনা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। এদিকে মসলার দামও কিছুতেই কমছে না।

জিরা ৬০০ টাকা কেজি , ফল মসলা ৯০০ টাকা কেজি, সাদা এলাচ ১৬০০ টাকা কেজি, ডালচিনি ৩০০ টাকা, গোলমরিচ ৬০০ টাকা কেজি, জয়ফল ১০ টাকা পিস। সব ধরনের ফলও বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৬০ টাকা, কমলার কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, আঙ্গুর (সাদা) ২৫০ টাকা কেজি, আঙ্গুর (কালা) ৪৫০ টাকা কেজি, আনারস ৬০ টাকা কেজি, বেদানা ৪৫০ টাকা, পেয়ারার কেজি ৬০ টাকা, বড়ই ৬০ টাকা কেজি, প্রকার ভেদে প্রতি কেজি খেজুরের দামও বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা, কিসমিস, কাঠবাদাম, কাজুবাদাম, পোস্তবাদাম এবং চেরি ফলও বেশি দামে বিক্রি হচ্ছে। সদর উপজেলা নির্বাহী অফিসে কর্মরত বজলুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমার যা অবস্থা আগেতো মাসে কখনো ১৫ দিনে মাংস কিনতাম এখন আর কিনতে পারবো কিনা জানি না। গরু-খাসির মাংস এখন বিলাসী পণ্য নিম্নবিত্তরা তো অনেক আগেই ভুলে গেছে এখন আমরাও বিদায় জানাচ্ছি ভালো থেকো গোশত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions