ক্রিকেট দল জিতলে জিতে যায় বাংলাদেশই : মিরাজ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয়টিতে ফিরে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ-সেরা। এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ; এবার হারাল ইংল্যান্ডকে। প্রসঙ্গটি আসতেই সংবাদ সম্মেলনে আসা মিরাজ বলেছেন, সব জয়ই তাদের কাছে সমান। তার বিশ্বাস, ক্রিকেট দল জিতলে জিতে যায় বাংলাদেশই।
মিরাজ বলেছেন, ‘আপনি একটা জিনিস দেখেন, প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ, বিশেষ ভাবে আন্তর্জাতিক। অবশ্যই প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবেন না অমুককে হারালে, নিউজিল্যান্ডকে হারালে, অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগবে…অবশ্যই প্রতিটা দলকে হারালেই আমাদের ফিলিংস একই রকম থাকে।’

‘কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা বাংলাদেশ ম্যাচ জিতেছি। আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে। অবশ্যই বড় দলের সঙ্গে হলে অবশ্যই আরও ভালো লাগে।’

তিনি বলেন, ‘আপনি যেটা বললেন, সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।’

বাংলাদেশের সামনে এখন হাতছানি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। এর আগে ওয়ানডে সিরিজ জেতা হয়নি। এবার কি তাহলে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ?

এমন প্রশ্নে মিরাজ বলেছেন, ‘অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আপনি দেখেন আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগে কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনও জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে; আমরা ওইভাবেই চেষ্টা করবো।’

‘তারপর খেলাশেষে রেজাল্ট নিয়ে চিন্তা করবো। আমরা কখনো আগে থেকে ফল নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি কীভাবে আমরা খেলব, কীভাবে প্ল্যানিং করবো, কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়। রেজাল্ট আসবে দিনশেষে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions