chtnews24.com
ভারত থেকে সপ্তাহে ৩ দিন দেশে ফেরা যাবে
Sunday, 04 Jul 2021 11:28 am
Reporter :
chtnews24.com

chtnews24.com

ডেস্ক রির্পোট:- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন শুধুমাত্র ভারত থেকে যাত্রীরা দেশে ফিরতে পারবেন। সপ্তাহে নির্দিষ্ট এই দিনগুলোতে পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন- এমনই একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে। শনিবার (৩ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। ওসি আহসান হাবিব বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশ আমার দপ্তরে এসেছে। আদেশে বলা হয়েছে- এখন থেকে সপ্তাহে তিন দিন ভারত থেকে বাংলাদেশি বা ভারতীয় যাত্রী সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন বাংলাদেশে ফিরতে পারবেন। ফেরত আসা যাত্রীদের অবশ্যই কোভিড সনদ ও ভারতীয় হাইকমিশনারের এনওসি সঙ্গে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ আদেশ কার্যকর হওয়ায় আজ কোনো যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার থেকে এনওসি নিয়ে ১১ জন বাংলাদেশি ও দুই জন ভারতীয় ভারতে গেছে।’