chtnews24.com
ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো ডব্লিউএইচও
Tuesday, 01 Jun 2021 10:05 am
Reporter :
chtnews24.com

chtnews24.com

নিউজ ডেস্ক: ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনের নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার ডব্লিউএইচও এ ধরনটরি নাম দিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

একই সঙ্গে আরও কয়েকটি ভ্যারিয়েন্টেরও নাম ঘোষণা করেছে সংস্থাটি। বিজ্ঞানীরা ভারতে শনাক্ত হওয়া এই ধরনকে বি.ওয়ান. সিক্স ওয়ান সেভেন নাম দিয়েছেন।

কিন্তু ইতোমধ্যে দুনিয়াজুড়ে করোনা ভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে এই ধরনটি। তবে এমন নামকরণে আপত্তি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডব্লিউএইচও জানিয়েছে, নতুন নাম প্রচলিত বৈজ্ঞানিক নামের স্থলাভিষিক্ত হবে না। গবেষণায় বৈজ্ঞানিক নামগুলো ব্যবহার করা হবে।