রাঙ্গামাটি ডেস্ক:- প্রায় এক হাজার চৌষট্টি কোটি টাকা ব্যয়ে প্রশস্ত হচ্ছে ৬১.৫০ কিলোমিটার দৈর্ঘ্যর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক। এই সংক্রান্ত ‘রাঙ্গামাটি(মানিকছড়ি)-মহালছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক (আর-১৬২) প্রশস্তকরণ ও যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
তিনি জানিয়েছেন, ‘এই সড়কটি আঞ্চলিক মহাসড়ক শ্রেণীতে অন্তর্ভূক্ত হলেও প্রকৃতপক্ষে সড়কটি যথাযথ প্রশস্ততায় উন্নীত হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। তাই এ সড়কের গুরুত্ব,্ক্ষতিগ্রস্ত অবস্থা ওঅপ্রতুল প্রশস্ততা বিবেচনা করে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার জন্য প্রকল্প প্রস্তাব করা হয়েছিলো,তা পাশ হয়েছে।’
তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই সড়ক সংলগ্ন এলাকার জনগণের দ্বারা উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে পৌঁছাতে পারবে,কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে,সংলগ্ন এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে,পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সড়ক দূর্ঘটনা হ্রাস পাবে।’
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি সড়ক সার্কেলের অধীনে আঞ্চলিক মহাসড়কের সংখ্যা ৪ টি,যার মোট দৈর্ঘ্য ২৩৭.৫০ কিলোমিটার। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কটি ১৯৮৬ সালে চেঙ্গী ভ্যালি প্রকল্পের মাধ্যমে মহালছড়ি পর্যন্ত ৩৮.৩৫ কিলোমিটার নির্মাণ করা হয় । এবং পরে সরকারি ব্যয়ে মহালছড়ি থেকে খাগড়াছড়ি অবধি ২৩.১৫ কিলোমিটার সড়কের বাকি অংশ নির্মাণ করা হলে সরাসরি দুই পার্বত্য জেলা সড়ক যোগাযোগে সংযুক্ত হয় এবং সড়কটির মোট দৈর্ঘ্য দাঁড়ায় ৬১.৫০ কিলোমিটারে। এই সড়কটির ১৪.৮৫ কিলোমিটার এলাকার প্রস্থ ৫.৫০ মিটার, ৪৬.৬৫ কিলোমিটার সড়কের প্রশস্ততা ৩.৭০ মিটার। আবার ২০১৭ সালে ভয়াবহ পাহাড়ধসেও সড়কটির বিভিন্নস্থানে ব্যাপকমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে সড়কটির সংস্কার জরুরী হয়ে পড়েছিলো।
প্রকল্প সূত্রে জানা গেছে, এই সড়কের সংস্কার আজ আগামী ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে সড়কটি প্রশস্ত হওয়ার সংবাদে খুশি স্থানীয়রা। এই সড়কটি ধরেই যাতায়াতের পথ হয়ে উঠা নানিয়ারচর,লংগদু ও মহালছড়ি উপজেলার বাসিন্দারাও মনে করেন সড়কটির প্রশস্ততা বাড়লে দূর্ঘটনা যেমন কমবে,তেমনি বড় বাস ট্রাক যাতায়াত করতেও সুবিধা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com