রাঙ্গামাটি:- আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙ্গামাটিতে ৫ হাজার ৩৬০ পোস্টাল ভোট ১৩টি ব্যালট বক্স দিয়ে লক করা হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে এসব ব্যালট বক্স দিয়ে লক করা হয়।
এসময় জেলা রিটানিং অফিসার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে এ প্রথম ৫ হাজার ৩৬০জন আবেদন করেছে। ৫ হাজার ৩৬০ জনের জন্য ১৩টি ব্যালেট বক্স সকলের সামনে লক করা হয়েছে। আমরা আশা করছি, এইবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা রিটানিং অফিসার, প্রিজাইডিং অফিসার, গণমাধ্যমকর্মী এবং সকল প্রতিদ্বন্ধী এবং নিরাপত্তা বাহিনী সকলে মিলেমিশে কাজ করছি।
জেলা রিটানিং অফিসার আরও বলেন, অত্যন্ত আনন্দের সংবাদ হলো এখন পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেনি। নির্বাচনের আর যে ক’দিন বাকি আছে সকল প্রতিদ্বন্দ্বী নির্বাচন আচরণবিধি মিনে প্রচারণা চালাবেন। আমাদের ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরণের নির্বাচনী আচরণ ভঙ্গ না হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com