বান্দরবান:- বান্দরবানের দুর্গম থানচি উপজেলার টুকটং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ টিন ও কাঠের তৈরি বিদ্যালয় ভবনে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন পাঠ গ্রহণ করছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের টিনের চালা বাঁকা হয়ে গেছে, দেয়ালের টিন ও কাঠ খুলে পড়ার উপক্রম। কোথাও ফাঁক সৃষ্টি হয়েছে, কোথাও আবার পুরো কাঠামো হেলে পড়েছে। এমন ভঙ্গুর ভবনের সামনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শিশুরা, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
৩নং থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রেণিকক্ষে পাঠদান চরম অনিরাপদ হয়ে পড়ে।
অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ভাঙাচোরা স্কুলঘরে সন্তানদের পাঠাতে ভয় লাগে। শিক্ষা প্রয়োজন, কিন্তু সন্তানের জীবন তার চেয়েও বেশি মূল্যবান।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুংগাবি ত্রিপুরা বলেন অনিরাপদ ভবনে নিয়মিত পাঠদান চালিয়ে নেওয়া তাদের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এবং প্রতিষ্ঠানটিতে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি ফলে ভোগান্তি যাচ্ছে না শিক্ষক শিক্ষার্থীদের, তাই দ্রুত নতুন ভবনটি নির্মাণ হলে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা হবে বলে মনে করি অথবা বিকল্প নিরাপদ স্থানে পাঠদানের ব্যবস্থা না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এলাকাবাসীর টিমপাও ম্রো এবং পাড়া গন্যমান্য জোর দাবি, টুকটং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে জরুরি ভিত্তিতে নতুন ও টেকসই বিদ্যালয় ভবনটি নির্মাণের শেষ করতে হবে। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় এড়াতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com