রাঙ্গামাটি---রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ,৩৪তম আন্তঃহাউজ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২জানুয়ারি , ২০২৬) সন্ধ্যা ০৭ ঘটিকায় রাঙ্গামাটি রিজিয়নের ‘সদর জোন মাঠ’ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর আয়োজন করা হয়।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ,রাঙ্গামাটির পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী নাজিয়া আহাম্মদ (তিনা) । বিশেষ অতিথির ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসপিপি ,এএফডব্লিউসি,পিএসসি । এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের উর্ধ্বতন কর্মকর্তাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মহাসিন কবির, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে অত্র প্রতিষ্ঠানের
পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার এর সহধর্মিণী ও অনুষ্ঠানের প্রধান অতিথি নাজিয়া আহাম্মদ (তিনা) বিগত ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শাখার শ্রেষ্ঠ তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধিত শ্রেষ্ঠ তিন শিক্ষার্থী— প্রাথমিক শাখায় প্রিয়াল চৌধুরী , মাধ্যমিক শাখায় মায়েশা ফারজানা, উচ্চ মাধ্যমিক শাখায় রাফাত উল ফারিয়া চারু ।


পরবর্তীতে প্রধান অতিথি 'চ্যাম্পিয়ন ট্রফি' ‘শহিদ তানভীর হাউজের’ হাউজ মাস্টার ও হাউজ প্রিফেক্টদের হাতে এবং 'রানার-আপ ট্রফি' তুলে দেন ‘শহিদ মুশফিক হাউজের’ হাউজ মাস্টার ও হাউজ প্রিফেক্টদের হাতে।
এর আগে, গত ৫ জানুয়ারি ২০২৬ থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৩৮টি ইভেন্টে অভ্যন্তরীণ চারটি হাউজের ( শহিদ মুশফিক হাউজ,শহিদ জসীম হাউজ, শহিদ তানভীর হাউজ এবং শহিদ মাহফুজ হাউজ) মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে বিজয়ী পয়েন্টের ভিত্তিতে ‘শহিদ তানভীর হাউজ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ’শহিদ মুশফিক হাউজ’ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।যেখানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ, শিক্ষকসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনুষ্ঠানটি উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তীতে অনুষ্ঠানের বিশেষ অতিথি রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার , লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক , এসপিপি, এএফডব্লিউসি , পিএসসি সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দানের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের কল্যাণ ও দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com