রাঙ্গামাটি---লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটিতে ‘৩৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি , ২০২৬) সকাল ০৯ ঘটিকায় রাঙ্গামাটি রিজিয়নের ‘সদর জোন মাঠ’ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা, বার্ষিক কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মহাসিন কবির, পিএসসি ,এইসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সহ সভাপতি ও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত ,পিএসসি।আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে, গত ০৫ জানুয়ারি ২০২৬ থেকে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ৪৮ টি ইভেন্টে অভ্যন্তরীণ চারটি হাউজের ( শহিদ মুশফিক হাউজ,শহিদ জসীম হাউজ, শহিদ তানভীর হাউজ এবং শহিদ মাহফুজ হাউজ) মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে বিজয়ী পয়েন্টের ভিত্তিতে ‘শহিদ মাহফুজ হাউজ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ‘শহিদ জসীম হাউজ’ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।




ফলাফল ঘোষণা শেষে সম্মানিত প্রধান অতিথি এবং অধ্যক্ষ 'চ্যাম্পিয়ন ট্রফি' শহিদ মাহফুজ হাউজের হাউজ মাস্টার ও হাউজ প্রিফেক্টের হাতে এবং 'রানার আপ ট্রফি' তুলে দেন শহিদ জসীম হাউজের হাউজ মাস্টার ও হাউজ প্রিফেক্টদের হাতে।
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আমন্ত্রিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বার্ষিক ‘ক্রীড়া অনুষ্ঠান শুধু মাত্র একটি প্রতিযোগিতার আয়োজন নয় , এটি আমাদের শারীরিক সক্ষমতা , মানসিক দৃঢ়তা ও দলগত চেতনার এক উজ্জ্বল প্রকাশ। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা পাঠ্যক্রমিক ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর শ্রেষ্ঠত্ব দিনদিনে আরও বৃদ্ধি করবে , আরও উচ্চতার উচ্চতর শিখরে নিয়ে যাবে।
তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনার পাশাপাশি বক্তব্যে আরও বলেন, 'আজকের এই ক্রীড়া অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জীবনে আত্মবিশ্বাস , শৃঙ্খলা , সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলবে। দেশ ও জাতির জন্য তারা ভবিষ্যতে একজন যোগ্য সৎ ও সুস্থ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এই প্রত্যাশা করছি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com