বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৩ রানে শেষ হয় সিলেটের ইনিংস।
বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় টাইটান্সের ব্যাটাররা। দলীয় ৭ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। জাকির ও আরিফুল উভয়ই ফিরে যান শূন্য রানে।
এরপর দলের হাল ধরেন ইমন। মঈন আলী ইমনকে সঙ্গ দিতে না পারলেও ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন স্যাম। ব্যক্তিগত ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ইমন। স্যামের ব্যাট থেকে আসে ৩৭ রান।
মিডল অর্ডারে আফিফ ও ক্রিসের ব্যাটে আসে যথাক্রমে ২১ ও ১৫ রান। বাকি ব্যাটাররা বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে সিলেট। রাজশাহীর পক্ষে ১৯ রানে ৪টি উইকেট তুলে নেন ফার্নেন্দো।
এর আগে, ব্যাট করতে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি পায় রাজশাহী। ২৬ রান করে শাহিবজাদা ফারহান ফিরলে ভাঙ্গে পার্টনারশীপ। নাসুম আহমেদের শিকার হন ৩২ রান করা তানজিদ তামিম। ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল শান্ত। আর শূন্য রানে ফেরেন মুশফিক ও মেহেরব।
এরপরই দেশীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে ঝড় তুলেছেন জেমি নিশাম। খেলেছেন ২৬ বলে ৪৪ রানের এক বিধ্বংসী এক ইনিংস। শেষ পর্যন্ত উইলিয়ামসনের ৪৫ রানের ক্যামিওতে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী। সিলেটের পক্ষে ২৩ রানের খরচায় ৩টি উইকেট পান সালমান ইরশাদ।
আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com