রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ১১ কক্ষ বিশিষ্ট ৫টি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেও মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ঘরগুলোকে গ্রাস করে।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে রাঙামাটি সেনা জোনের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে সহায়তা করে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙ্গামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান, “আকস্মিক এই অগ্নিকান্ডে ১১টি কক্ষ সম্বলিত ৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে আগুন আরও বড় এলাকায় ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।”
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com