টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন ধরে ভারত গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে টানাপোড়েনের পর অবশেষে আজ বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টে তাদের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে।
আইসিসি সূত্রে জানা গেছে, বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা দ্রুত এই অবস্থানের কথা বাংলাদেশ সরকারকে অবহিত করে। সভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি হয় এবং আইসিসি বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন। অর্থাৎ, এটি কেবল আলোচনা পর্যায়ে সীমাবদ্ধ নেই- বরং আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই এগিয়েছে আইসিসি।
তবে বাংলাদেশকে এখনও পুরোপুরি দরজা বন্ধ করে দেওয়া হয়নি। বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি, যাতে তারা ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।
এক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম সামনে এসেছে। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ সরে দাঁড়ালে গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও স্কটল্যান্ড সরাসরি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায়নি। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি পেছনে থেকে তারা বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল। তবু বিশেষ পরিস্থিতিতে আইসিসির বিবেচনায় তারাই এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প।
বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই জলঘোলা পরিস্থিতি নতুন নয়। ভারত সফর, নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা ঘিরে আগেও আলোচনা-সমালোচনা হয়েছে। তবে আইসিসির আজকের সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট বিশ্বকাপ আয়োজন ও সূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিশ্চয়তা তারা আর রাখতে চায় না।
এখন সবকিছু নির্ভর করছে বিসিবি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে, বড় মঞ্চের আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই আয়োজন করতে প্রস্তুত আইসিসি। এটাই আজকের বোর্ড সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com