বান্দরবান:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী আবুল কালাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আরা রিনি কাছে প্রত্যাহারপত্র জমা দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুল আওয়াল। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার এয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী ছাড়া বাকি ৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। ফলে এবারে এয়োদশ নির্বাচনে মাঠে লড়বে জেলা বিএনপি আহ্বায়ক সাচিং প্রু জেরি, এনসিপি প্রার্থী আবু সাঈদ মো. সুজাই, জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।Politics
আগামীকাল সকাল ১১ টায় প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বলে জেলা রিটানিং অফিসার শামীম আরা রিনি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাকি চারটি দলের প্রার্থীরা এবারে নির্বাচনের অংশ নিচ্ছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com