খাগড়াছড়ি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে এ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১১ জন প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহারকারী দুই প্রার্থী হলেন—স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
এর আগে মনোনয়ন যাচাই ও আপিল প্রক্রিয়া শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে শেষ দিনে দুইজন সরে দাঁড়ানোয় নির্বাচনী লড়াইয়ে থাকছেন ১১ জন। মনোনয়ন যাচাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ায় খাগড়াছড়িতে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। প্রার্থীরা নিজ নিজ কৌশল নিয়ে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com